নড়াইলে ৮ ফসলে প্রণোদনা পাচ্ছেন প্রায় ১৮ হাজার চাষি

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬: ৩১

রবি মৌসুমে নড়াইলে ৮ প্রকার ফসলের বিনামূল্যে ৭৭ টন শস্য বীজ পাচ্ছেন জেলার ১৭ হাজার ৯শো চাষী। রবি শস্য চাষাবাদে চাষিদের উৎসাহ বৃদ্ধিতে চলমান সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্রও প্রান্তিক চাষিদের মাঝে এসব শস্য বীজের পাশাপাশি সারও দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কৃষি বিভাগ সূত্র বলছে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা হ্রাস-কল্পে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে গেল বছরের ন্যায় এবছরো প্রণোদনার শীর্ষে রয়েছে তৈল বীজ। তৈলবীজ চাষাবাদ সম্প্রসারণে জেলার সর্বাধিক ১১হাজার ৬৫০ চাষির মাঝে উচ্চ ফলনশীল জাতের সরিষাও সূর্যমুখী বীজ দেয়া হচ্ছে। এ মধ্যে ১১ হাজার সরিষা চাষি জনপ্রতি ১ কেজি বীজ ছাড়াও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। যার বিপরীতে অতিরিক্ত ১ হাজার ৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদ সম্প্রসারিত হবে।

এছাড়া সূর্যমুখী চাষে সহায়তা পাচ্ছেন ৬৫০ জন, তারাও প্রত্যেকে সরিষায় প্রণোদনার সমপরিমাণ বীজ ও সার পাচ্ছেন। তৈল বীজের পরে সবচেয়ে বেশি সহায়তা পাচ্ছেন ডাল ফসল চাষিরা,এর আওতায় প্রণোদনার জন্য জেলার ৩ হাজার ৫০০ জন চাষিকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে মুশুড় চাষি ২ হাজার ৪০০ জন, তাদের প্রতিজনকে ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। খেসারী ডাল চাষে প্রণোদনা হিসেবে ৮ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পাচ্ছেন জেলার ১ হাজার ৪০০জন চাষী।

অত্যন্ত সুস্বাদুও পুষ্টিগুণে সমৃদ্ধ অড়হড় ডাল চাষে প্রণোদনা দেয়া হচ্ছে ১০০ জনকে, তাদের ২ কেজি করে বীজের পাশাপাশি ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হচ্ছে। প্রণোদনার পরবর্তী ধাপে রয়েছে গম, এর আওতায় ২ হাজার চাষী জনপ্রতি ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপিও এমওপি সার পচ্ছেন। প্রণোদনার জন্য নির্বাচিত বাদি দুটি ফসল পেঁয়াজ ও চীনা বাদাম। চাষীপ্রতি ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি দেয়া হচ্ছে ২০০ জন পেঁয়াজ চাষিকে। চিনা বাদামেও প্রণোদনা পাচ্ছেন ২০০ জন, তাদের প্রত্যেককে ১০ কেজি করে বীজ ও ১০কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত