পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।
সোমবার দলগুলোর শীর্ষনেতাদের বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ বৈঠক ও সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বলেন, সোমবার বেলা ১১টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চূড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এর আগে রাজধানী থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয় তারা।
আন্দোলনরত দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া আরো রয়েছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।
তাদের দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।
সোমবার দলগুলোর শীর্ষনেতাদের বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ বৈঠক ও সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বলেন, সোমবার বেলা ১১টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চূড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এর আগে রাজধানী থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয় তারা।
আন্দোলনরত দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া আরো রয়েছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।
তাদের দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।
২৯ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে, যেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে
১ ঘণ্টা আগে
দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
১৩ ঘণ্টা আগে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও এমপি নজরুল ইসলাম মঞ্জু।
১৪ ঘণ্টা আগে