পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৬: ০৫

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।

সোমবার দলগুলোর শীর্ষনেতাদের বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এ বৈঠক ও সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ বলেন, সোমবার বেলা ১১টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চূড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

পাঁচ দফা দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এর আগে রাজধানী থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেয় তারা।

আন্দোলনরত দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া আরো রয়েছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি।

তাদের দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে অথবা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত