
কৃষিতে বিপ্লব ঘটিয়েও বৈষম্যের শিকার যমুনার ১১৭ চরের নারী শ্রমিকরা
কৃষিতে বিপ্লব ঘটাচ্ছেন বগুড়ার সারিয়াকান্দির ১১৭ যমুনা চরের নারীরা। কৃষির উন্নয়নে তারা কাজ করছেন । যমুনার তপ্ত বালু ও উত্তাল ঢেউ পেরিয়ে দিগন্তজোড়া ফসলের মাঠে কাজ করে ফসল ফলাচ্ছেন। তারা সেখানে সকালের রোদে মরিচ তুলছেন।






















