ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে আমন ধান, সবজির ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৮: ৩৮

তিন দিনের টানা ঝড়-বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলার আমন ধান ও শীতকালীন সবজিখেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ৫ উপজেলায় নিম্নাঞ্চলে বৃষ্টি ও বাতাসে নুইয়ে পড়েছে ধানগাছ। টানা বৃষ্টির কারণে আগাম শীতকালীন সবজি চাষিরা বিপাকে পড়েছে।

বিজ্ঞাপন

গত বুধবার ২৯ অক্টোবর রাত থেকে শনিবার (১ নভেম্বর) পর্যন্ত টানা বৃষ্টি ও বাতাসে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন মোহাম্মদপুর, রায়পুর, সালান্দর, চিলারংসহ পাঁচটি উপজেলার অধিকাংশ এলাকার সবজি ক্ষেত , আমন ক্ষেতের জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে জেলার পাঁচটি উপজেলায় মোট ৯৪৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯৮ হেক্টর জমিতে। এছাড়া ১০৯ হেক্টর জমির আলু এবং ৪০ হেক্টর শাক-সবজি ক্ষতির শিকার হয়েছে। গত তিন দিনে জেলার মোট ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে কৃষি বিভাগ ।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানগাছ হেলে পড়ায় ফলন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, শীতকালীন আগাম জাতের আলুর জমিতে পানি জমার কারণে বীজ আলু পচে যাওয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে। হঠাৎ টানা বৃষ্টিতে ফলন বিপর্যয় দেখা দেয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জেলার প্রান্তিক চাষিরা।

সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক মোত্তালেব বলেন, ৬ বিঘা জমির ধানের মধ্যে এখন পানিতে ২ বিঘা বাতাসে হেলে পড়া ধান নিয়ে দু:চিন্তায় আছি ।

খোঁজ নিয়ে জানা গেছে ঠাকুরগাঁও সদর সহ ৫ উপজেলায় রানীশংকৈল, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও হরিপুর উপজেলার বিভিন্ন মাঠেও একই রকম অবস্থা। বিভিন্ন জায়গায় ধানগাছ হেলে পড়েছে, কোথাও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলা হচ্ছে তাদেও জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে আলুর খেতের পানি সরিয়ে নিতে হবে, ধান হেলে পড়লেও যেন ফলন কিছুটা রক্ষা করা যায়, সে জন্য কৃষকদের করণীয় সম্পর্কেও মাঠ পর্যায়ে আমরা পরামর্শ দিচ্ছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত