অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজায় সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বড়দিন শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তণ পরিবেশনা।
উল্লেখ্য যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ ২০২৫ তারিখ একাডেমির নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১০ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চসহ ৬টি জেলায় সাংস্কৃতিক উৎসব, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ৬ জুন ২০২৫ তারিখ নন্দনমঞ্চে আনন্দ উৎসব এবং শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ও ১ অক্টোবর ২০২৫ একাডেমির নন্দনমঞ্চে ২ দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫ আয়োজন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

