‘বিশ্বাস’ ও ‘সরদার’ পরিবারের দ্বন্দ্বে নতুন ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’ নামের বৃন্দাবন দাশের নতুন ধারাবাহিক এলো বছরের শুরুতেই। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশন স্টেশনের পর্দায় নাটকটি প্রচারে এসেছে। এখন থেকে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন চলবে নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলমসহ আরো অনেকে।
নাটকের গল্পে দেখা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের এই গ্রামে ‘বিশ্বাস’ এবং ‘সরদার’ পদবীর দুই পরিবারের পাশাপাশি বসবাস। তাদের মধ্যে প্রতিবেশীসুলভ আচরণের অনেক ঘাটতি আছে। বরং বছরের পর বছর ধরে একে অপরের সঙ্গে বৈরী আচরণও করে চলেন দুই পরিবারের সদস্যরা। দুই পরিবারের দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তারা নিজেদের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও পিছপা হন না। দুই পরিবারের সমস্যার কারণে এমন কিছু ঘটনাও ঘটে, যা উপভোগ করে গ্রামের মানুষ।
পরিচালক সকাল আহমেদ বলেন, ‘আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হবে তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে।’ দর্শকরা নাটকটি উপভোগ করবে বলে আশা করছেন সকাল আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

