সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে চলছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায়।
আজ, ২১ ডিসেম্বর, সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বেলাবো নরসিংদীর যাত্রাদল ‘বেলাবো নাট্য’ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’। যাত্রাপালাটির পালাকার নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় মো. কাজল মিয়া।
একটি মধ্যবিত্ত সংসারের উত্থান-পতনের করুণ কহিনীর উপর ভিত্তি করেই ‘জেল থেকে বলছি’ যাত্রাপালাটি গড়ে উঠেছে। ছোট ভাই ও ছোট বৌকে সুখী করার জন্য বড় ভাই ও বড় বৌয়ের চরম অত্মত্যাগ, অবৈধ সন্তানকে কোলে নিয়ে কুমারী মায়ের কষ্ট-সহিঞ্চুতা এই পালার মূল উপাদান।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হাসেম বিশ্বাস, টাইগার রুবেল, রনি, জীবন সরকার, কাজল, কুতুব, জহির, সাগর, সিমান্তনী, মুক্তিরাণী, লাকী আক্তার, লাভলী, সুমি, সুজনা, বাবলু, আনোয়ার, ইউসুফ, রিফাত, আবু তাহের, রেজা, শহিদ ও আশিকুর রহমান প্রমুখ। নেপথ্য শিল্পী ও কলা-কুশলী হিসেবে ছিলেন সালাউদ্দিন (সেলিম), মোজাম্মেল হক (মিলন), রোমান ফাল্গুনী, সাইজ উদ্দিন, শ্যামল, শুভাস, শাহীন, বিপ্লব, আঃ রশিদ, সোলেমান ও আবু তৈয়ব প্রমুখ।
মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের ১টি সহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হবে। যাত্রাপালা প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। প্রদর্শনীর টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫ টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। উল্লেখ্য, প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

