আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুক্তি পেলো 'বেহুলা দরদী'

বিনোদন রিপোর্টার

মুক্তি পেলো 'বেহুলা দরদী'

টাঙ্গাইলসহ আশপাশের কয়েকটি জেলায় এক সময় বেহুলা ও লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারি পালা প্রদর্শিত হতো। এমন একটি দলের সদস্যদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বেহুলা দরদী’ নামের সিনেমা।

গতকাল শুক্রবার দেশের ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর গল্পে দেখা যাবে, নাগবাড়ি বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। কয়েকবার ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় হেরে দলটির সম্মান প্রায় তলানিতে। এই অবস্থায় দলটিকে প্রতিযোগিতায় জেতাতে চলে নানা চেষ্টা।

বিজ্ঞাপন

‘বেহুলা দরদী’ পরিচালনা করেছেন সবুজ খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে উৎসব অরজিনালস।

নির্মাতা সবুজ খান বলেন, ‘বিলুপ্তপ্রায় এক সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরাই এই সিনেমার মূল লক্ষ্য। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

যেসব হলে মুক্তি পেয়েছে ‘বেহুলা দরদী’: লায়ন্স সিনেমা (কেরানীগঞ্জ), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মাধবী সিনেমা (মধুপুর), নসীব সিনেমা (সাপাহার), বনলতা সিনেমা (ফরিদপুর), মিলন সিনেমা (মাদারীপুর) এবং রাজ সিনেমাস (কুলিয়ারচর)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...