বিনোদন ডেস্ক
অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করে বড় বড় তারকাদের চেয়েও অনেক বেশি টাকার মালিক এখন অভিনেতা গিরিশ কুমার। ২০১০-এর শুরুর দিকে বলিউডে নতুন তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ তারকারা। কিন্তু তাদের মধ্যেই একজন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।
গিরিশ ২০১৩ সালে প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।
গিরিশ হলেন টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে। অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি।
টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় ২১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।
অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করে বড় বড় তারকাদের চেয়েও অনেক বেশি টাকার মালিক এখন অভিনেতা গিরিশ কুমার। ২০১০-এর শুরুর দিকে বলিউডে নতুন তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ তারকারা। কিন্তু তাদের মধ্যেই একজন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন।
গিরিশ ২০১৩ সালে প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।
গিরিশ হলেন টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে। অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি।
টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় ২১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে