ইউসুফের কেস রি–ওপেন করতে আসছেন জাহান খান!

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১: ৪৯
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২: ২৭

যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়ত ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবারও সবার সন্দেহ, ’ইউসুফ’ কি ফিরে এসেছে?

হ্যাঁ, ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ’ইনসাফ’ সিনেমার চরিত্র ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)।

বিজ্ঞাপন

সঞ্জয় সমাদ্দার পরিচালিত ’ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ’মোস্ট ওয়ান্টেড’ এ সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে তখন তাকে নিয়ে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকস অফিসার জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’ইনসাফ’। সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসা সেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। নির্মাতার দাবি, মেডিকেল সিন্ডিকেশনের ব্যাপারটি সিনেমার ভাষা এবং দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।

সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। ’আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী–অভিনেত্রী জেফারও আছেন ’ইনসাফ’–এ। সংগীতশিল্পী হয়েই সিনেমায় হাজির হয়েছেন তিনি।

তাসনিয়া ফারিণ বলেন, 'চরকিতে ইনসাফ আসার কারণে দেশের বাইরের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন, এটা আমার কাছে আনন্দের। কারণ অনেকেই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন। তারা তো দেখবেনই, যারা আবার দেখতে চান, তারাও পারবেন।'

শুটিং সময়ের কথা মনে করে শরিফুল রাজ বলেন, 'আমরা দারুণ একটা ইউনিটের সঙ্গে কাজ করেছি। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি অসাধারণ মানুষ ও নির্মাতা। আর ফারিণের কথা কী বলব? সিনেমাটিতে তার কাজে আমার মতো দর্শকরাও মুগ্ধ হয়েছেন। প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি পছন্দ করেছেন, আশা করছি ওটিটির দর্শকরাও এটি পছন্দ করবেন।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত