
ভয়ংকররূপে ফিরলেন ফারিণ
চোখে আগুন। হাতে বন্দুক। গায়ে জলপাই পাতার ট্রাউজার। এভাবেই ভয়ংকররূপে ফিরলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কারণ, শহরে যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি।


