বিনোদন রিপোর্টার
চোখে আগুন। হাতে বন্দুক। গায়ে জলপাই পাতার ট্রাউজার। এভাবেই ভয়ংকররূপে ফিরলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কারণ, শহরে যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবার সবার সন্দেহ, ইউসুফ কি ফিরে এসেছে? হ্যাঁ, জাহান এবং ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ‘ইনসাফ’ সিনেমার চরিত্রে ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বুধবার। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন তাকে নিয়ে কাজ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস অফিসার জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসাসেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। নির্মাতার দাবি, মেডিকেল সিন্ডিকেশনের ব্যাপারটি সিনেমার ভাষা এবং দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে। সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী-অভিনেত্রী জেফারও আছেন ‘ইনসাফ’-এ। সংগীতশিল্পী হয়েই সিনেমায় হাজির হয়েছেন তিনি।
জমজমাট অ্যাকশন ঘরানার সিনেমাটি ওটিটিতে মুক্তি উপলক্ষে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া। ইনসাফ ওটিটিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন। এটি সত্যি আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর ইনসাফের কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করব ওটিটিতে মুক্তির পরও এটা হবে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলবেন, লিখবেনÑসেটাই প্রত্যাশা।’
দেশের পাশাপাশি বিদেশে তাসনিয়া ফারিণের জনপ্রিয়তা রয়েছে। ইউটিউবে ফারিণের নাটক, পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় এবং গানের কারণে আলাদা রকম সমাদর আছে অভিনেত্রীর। তার অভিনীত সম্পূর্ণ বাণিজ্যিক ধারার সিনেমাটি দেখার আগ্রহ অনেকের। তাসনিয়া ফারিণ বলেন, ‘দেশের বাইরের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন, এটি আমার কাছে আনন্দের। কারণ অনেকেই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন। তারা তো দেখবেনই, যারা আবার দেখতে চান, তারাও পারবেন।’
শুটিং সময়ের কথা মনে করে শরিফুল রাজ বলেন, ‘আমরা দারুণ একটা ইউনিটের সঙ্গে কাজ করেছি। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি অসাধারণ মানুষ ও নির্মাতা। আর ফারিণের কথা কী বলব? সিনেমাটিতে তার কাজে আমার মতো দর্শকরাও মুগ্ধ হয়েছেন। প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি পছন্দ করেছেন, আশা করছি ওটিটির দর্শকরাও এটি পছন্দ করবেন।’ ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন সিনেমাটিতে। নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দারের গল্পে এর চিত্রনাট্য করেছে নাজিম উদ দৌলা, স্বরুপ দে ও সঞ্জয় সমাদ্দার। সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরুপ দে ও সঞ্জয় সমাদ্দার। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আবুল কালাম।
চোখে আগুন। হাতে বন্দুক। গায়ে জলপাই পাতার ট্রাউজার। এভাবেই ভয়ংকররূপে ফিরলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কারণ, শহরে যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবার সবার সন্দেহ, ইউসুফ কি ফিরে এসেছে? হ্যাঁ, জাহান এবং ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ‘ইনসাফ’ সিনেমার চরিত্রে ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী বুধবার। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে, তখন তাকে নিয়ে কাজ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস অফিসার জাহান খান। এ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসাসেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। নির্মাতার দাবি, মেডিকেল সিন্ডিকেশনের ব্যাপারটি সিনেমার ভাষা এবং দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে। সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী-অভিনেত্রী জেফারও আছেন ‘ইনসাফ’-এ। সংগীতশিল্পী হয়েই সিনেমায় হাজির হয়েছেন তিনি।
জমজমাট অ্যাকশন ঘরানার সিনেমাটি ওটিটিতে মুক্তি উপলক্ষে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া। ইনসাফ ওটিটিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন। এটি সত্যি আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর ইনসাফের কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করব ওটিটিতে মুক্তির পরও এটা হবে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলবেন, লিখবেনÑসেটাই প্রত্যাশা।’
দেশের পাশাপাশি বিদেশে তাসনিয়া ফারিণের জনপ্রিয়তা রয়েছে। ইউটিউবে ফারিণের নাটক, পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় এবং গানের কারণে আলাদা রকম সমাদর আছে অভিনেত্রীর। তার অভিনীত সম্পূর্ণ বাণিজ্যিক ধারার সিনেমাটি দেখার আগ্রহ অনেকের। তাসনিয়া ফারিণ বলেন, ‘দেশের বাইরের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন, এটি আমার কাছে আনন্দের। কারণ অনেকেই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন। তারা তো দেখবেনই, যারা আবার দেখতে চান, তারাও পারবেন।’
শুটিং সময়ের কথা মনে করে শরিফুল রাজ বলেন, ‘আমরা দারুণ একটা ইউনিটের সঙ্গে কাজ করেছি। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি অসাধারণ মানুষ ও নির্মাতা। আর ফারিণের কথা কী বলব? সিনেমাটিতে তার কাজে আমার মতো দর্শকরাও মুগ্ধ হয়েছেন। প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি পছন্দ করেছেন, আশা করছি ওটিটির দর্শকরাও এটি পছন্দ করবেন।’ ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন সিনেমাটিতে। নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দারের গল্পে এর চিত্রনাট্য করেছে নাজিম উদ দৌলা, স্বরুপ দে ও সঞ্জয় সমাদ্দার। সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরুপ দে ও সঞ্জয় সমাদ্দার। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আবুল কালাম।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২১ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে