বিনোদন রিপোর্টার
শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এর প্রথম ঝলক বা গ্লিমস প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া যেন উত্তাল। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও—কিন্তু সেই কয়েক সেকেন্ডেই শাকিব খান যেন আবার নতুন করে জয় করেছেন দর্শকের হৃদয়। সোলজার-এর গ্লিমসে শাকিবকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। গত ৩/৪টি সিনেমার বিধ্বংসী লুক পেরিয়ে এবার তিনি যেন আরো বাস্তব, আরো সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন! বিশেষ করে শাকিবের চিৎকার দেওয়ার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। মাত্র কয়েক ঘণ্টায় শাকিব খানের অফিসিয়াল পেজে ভিউ ছাড়িয়ে যায় দেড় মিলিয়ন! বাংলা চলচ্চিত্রপ্রেমীরা বলছেন, এমন লুকে শাকিবকে দেখে তারা সত্যিই চমকে গেছেন।
৩৩ সেকেন্ডের সেই টিজারটি শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে, যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার উপর দিয়ে উড়ে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার। অ্যাকশন দৃশ্যের পর ঝলকের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লুক। এরপর তার কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ— ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ যা পুরো ঝলকটিতে একজন দেশপ্রেমিক সৈনিকের গল্প এবং টান টান উত্তেজনার আভাস দেয়।
শাকিবের যে লুক নিয়ে এতো কথা, সেই সোলজার এর কারিগর সাকিব ফাহাদ বলেন, ‘গল্পের থিম নিয়েই আমরা একটা গ্লিমস বানিয়েছি। সেখানে শাকিব খান যে চিৎকার দিয়েছেন, সেটা দেশের আপামর সাধারণ মানুষের চিৎকার।’ তিনি বলেন, ‘এই গল্পে দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট তুলে ধরা হচ্ছে। আমরা যে গল্প ‘সোলজার’-এ দেখাতে চাচ্ছি, সেটা ঠিকভাবে দেখাতে পারলে দেশের মানুষ ভালোবাসবেই।’
এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি।’ টিজারটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য যেন তার আগাম বক্তব্যকে সত্যি প্রমাণ করল। অধিকাংশেরই মন্তব্য— ‘একদম অন্য শাকিবকে দেখলাম; নিশ্চিত ব্লকবাস্টার।’ একজন নেটিজেন লিখেছেন, ‘শাকিব খান, আপনি মানুষ নন, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে দিন দিন নতুন মাত্রা দিচ্ছে।’ তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নির্মাতা জানিয়েছেন, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি হলো নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়। পরিচালক আরো বলেন, “আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন, যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। আমাদের গল্পটা আশার। জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।” সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা, সঙ্গে আরো আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার চিত্রগ্রহণে আছেন নন্দিত সিনেমাটোগ্রাফার কামরুল হাসান খসরু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।
শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’-এর প্রথম ঝলক বা গ্লিমস প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া যেন উত্তাল। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও—কিন্তু সেই কয়েক সেকেন্ডেই শাকিব খান যেন আবার নতুন করে জয় করেছেন দর্শকের হৃদয়। সোলজার-এর গ্লিমসে শাকিবকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। গত ৩/৪টি সিনেমার বিধ্বংসী লুক পেরিয়ে এবার তিনি যেন আরো বাস্তব, আরো সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন! বিশেষ করে শাকিবের চিৎকার দেওয়ার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। মাত্র কয়েক ঘণ্টায় শাকিব খানের অফিসিয়াল পেজে ভিউ ছাড়িয়ে যায় দেড় মিলিয়ন! বাংলা চলচ্চিত্রপ্রেমীরা বলছেন, এমন লুকে শাকিবকে দেখে তারা সত্যিই চমকে গেছেন।
৩৩ সেকেন্ডের সেই টিজারটি শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে, যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার উপর দিয়ে উড়ে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার। অ্যাকশন দৃশ্যের পর ঝলকের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লুক। এরপর তার কণ্ঠে শোনা যায় একটি শক্তিশালী সংলাপ— ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ যা পুরো ঝলকটিতে একজন দেশপ্রেমিক সৈনিকের গল্প এবং টান টান উত্তেজনার আভাস দেয়।
শাকিবের যে লুক নিয়ে এতো কথা, সেই সোলজার এর কারিগর সাকিব ফাহাদ বলেন, ‘গল্পের থিম নিয়েই আমরা একটা গ্লিমস বানিয়েছি। সেখানে শাকিব খান যে চিৎকার দিয়েছেন, সেটা দেশের আপামর সাধারণ মানুষের চিৎকার।’ তিনি বলেন, ‘এই গল্পে দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট তুলে ধরা হচ্ছে। আমরা যে গল্প ‘সোলজার’-এ দেখাতে চাচ্ছি, সেটা ঠিকভাবে দেখাতে পারলে দেশের মানুষ ভালোবাসবেই।’
এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজেই চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি।’ টিজারটি প্রকাশের পর দর্শকদের মন্তব্য যেন তার আগাম বক্তব্যকে সত্যি প্রমাণ করল। অধিকাংশেরই মন্তব্য— ‘একদম অন্য শাকিবকে দেখলাম; নিশ্চিত ব্লকবাস্টার।’ একজন নেটিজেন লিখেছেন, ‘শাকিব খান, আপনি মানুষ নন, আপনি দিনে দিনে এলিয়েনে পরিণত হচ্ছেন, কারণ আপনার অভিনয় মানুষকে দিন দিন নতুন মাত্রা দিচ্ছে।’ তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। নির্মাতা জানিয়েছেন, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি হলো নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়। পরিচালক আরো বলেন, “আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন, যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে। আমাদের গল্পটা আশার। জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেই বার্তাই থাকবে ‘সোলজার’-এ।” সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা, সঙ্গে আরো আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমার চিত্রগ্রহণে আছেন নন্দিত সিনেমাটোগ্রাফার কামরুল হাসান খসরু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২২ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে