‘টেনশন’-এ মোশাররফ করিম

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২১: ০৪

একের পর এক নতুন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। জ্যোতিষী চরিত্রে এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন নতুন আরেকটি নাটকে। নাটকের নাম ‘টেনশন’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান আর পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার ও নির্মাতা নিয়াজ মাহবুব।

বিজ্ঞাপন

এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক নিয়াজ মাহবুব জানান ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’র পর্দায় শিগগিরই প্রচার হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘টেনশন বেশ ভালো একটা গল্প, একেবারেই অন্যরকম একটি গল্প। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। তার মধ্য থেকে হঠাৎ করেই এই গল্পটা একেবারেই আলাদা। মানে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া। যার জন্য তার নিজের কোনো দায় নেই। কিন্তু সেই দায় তার নিজের ঘাড়ের উপর এসে পড়ে। সেই দায় থেকে বের হবার গল্প হচ্ছে টেনশন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

তিনি আরও বলেন, ‘অর্ষার সঙ্গে আমার বেশকিছু কাজ আছে। প্রতিটি কাজই দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে। আর নিঃসন্দেহে সে বেশ ভালো অভিনেত্রী, যে কারণে সবাই তার অভিনয় ভালোবাসে। তো অর্ষার সঙ্গে এই কাজটিও খুব ভালো হয়েছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ করা। স্বর্ণলতা খুবই ভালো মেয়ে, খুবই সিনসিয়ার। অলরেডি অভিনয়ে সে ভালো করছে। একজন অভিনেত্রীর দীর্ঘদিন অভিনয়ে টিকে থাকার জন্য তিলে তিলে অভিনেত্রী হয়ে ওঠাটাই আমাকে তৃপ্তি দেয়। তো আমার বিশ্বাস স্বর্ণলতা তার সততা ও নিষ্ঠা দিয়ে তিলে তিলে একটি অবস্থানে আসবে। আর নিয়াজ সব সময়ই ভালো কাজ করতে চায়। আমার ব্যস্ততার কারণে একবারের বেশি কাজ করা হয়ে ওঠেনি। তবে এখন থেকে আমরা নিয়মিত কাজ করব আশা রাখছি।’

অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে খায়েশ, বনলতার প্যারা, সেই রকম চা খোর, স্বপ্ন বিভ্রাট, ঘুমসহ আরও বেশকিছু নাটকে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলে সব সময়ই কিছু না কিছু শেখা যায়। তার সঙ্গে কাজ করাটা সব সময়ই আমার কাছে আরও বেশি ভালো লাগার। টেনশন গল্পটা ব্যতিক্রম, ভালো লেগেছে।’

এর আগে বেশ কয়েক বছর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নিচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত