
বিনোদন রিপোর্টার

বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। আর এই দিনটিকে স্মরণীয় করতে প্রতি বছরের মতো এবারো হুমায়ূন আহমেদের প্রিয় আবাস গাজীপুরের নুহাশ পল্লীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোমবাতি প্রজ্বালন, কেক কাটা ও কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী তাকে স্মরণ করছেন ভক্ত ও পরিবারের সদস্যরা।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, জন্মদিন উদযাপন শুরু হয় রাত ১২টা ১ মিনিটে। পল্লীজুড়ে এক হাজার সাতাত্তরটি মোমবাতি জ্বালানো হয় এবং স্যারের ছেলেদের সঙ্গে নিয়ে তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন কেক কাটেন।
সকালে লেখকের সমাধিস্থলে কবর জিয়ারতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা চলছে। এসব আয়োজনে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাত, নিনিতসহ নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারী এবং লেখকের অসংখ্য ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।
হুমায়ূন আহমেদ তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ (১৯৭২) প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলে ব্যাপক খ্যাতি লাভ করেন। এরপর একে একে সৃষ্টি করেন অজস্র জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’ এবং ‘মাতাল হাওয়া’। তার সৃষ্ট কালজয়ী চরিত্র, হিমু, মিসির আলি, রূপা ও শুভ্র আজও বাংলা সাহিত্যে জীবন্ত।
টেলিভিশন নাটকেও তার অবদান অনস্বীকার্য। ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ এবং ‘নক্ষত্রের রাত’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তারই সৃষ্টি।
চলচ্চিত্র নির্মাণেও তিনি ছিলেন অগ্রগণ্য। তার নির্মিত ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রগুলোও বাণিজ্যিকভাবে সফল। এর মধ্যে ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই কথাসাহিত্যিক একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন। তাকে তার প্রিয় আবাস নুহাশ পল্লীর লিচুতলায় সমাহিত করা হয়।

বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। আর এই দিনটিকে স্মরণীয় করতে প্রতি বছরের মতো এবারো হুমায়ূন আহমেদের প্রিয় আবাস গাজীপুরের নুহাশ পল্লীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোমবাতি প্রজ্বালন, কেক কাটা ও কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী তাকে স্মরণ করছেন ভক্ত ও পরিবারের সদস্যরা।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, জন্মদিন উদযাপন শুরু হয় রাত ১২টা ১ মিনিটে। পল্লীজুড়ে এক হাজার সাতাত্তরটি মোমবাতি জ্বালানো হয় এবং স্যারের ছেলেদের সঙ্গে নিয়ে তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন কেক কাটেন।
সকালে লেখকের সমাধিস্থলে কবর জিয়ারতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা চলছে। এসব আয়োজনে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাত, নিনিতসহ নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারী এবং লেখকের অসংখ্য ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।
হুমায়ূন আহমেদ তার প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ (১৯৭২) প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলে ব্যাপক খ্যাতি লাভ করেন। এরপর একে একে সৃষ্টি করেন অজস্র জনপ্রিয় উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’ এবং ‘মাতাল হাওয়া’। তার সৃষ্ট কালজয়ী চরিত্র, হিমু, মিসির আলি, রূপা ও শুভ্র আজও বাংলা সাহিত্যে জীবন্ত।
টেলিভিশন নাটকেও তার অবদান অনস্বীকার্য। ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ এবং ‘নক্ষত্রের রাত’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তারই সৃষ্টি।
চলচ্চিত্র নির্মাণেও তিনি ছিলেন অগ্রগণ্য। তার নির্মিত ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রগুলোও বাণিজ্যিকভাবে সফল। এর মধ্যে ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই কথাসাহিত্যিক একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় এই সাহিত্যিক মৃত্যুবরণ করেন। তাকে তার প্রিয় আবাস নুহাশ পল্লীর লিচুতলায় সমাহিত করা হয়।

২০২৫ সালের একটি ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি।
১ ঘণ্টা আগে
খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’। আগামীকাল, শুক্রবার দেশের ৬টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল ১২ নভেম্বর, বুধবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর ১০টি স্থানে ‘ফ্যাসিবাদী, গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী’ এবং ‘জুলাইয়ে গান’
৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জ জেলার একটি স্কুলে ক্লাস চলাকালীন এক শিক্ষকের ডাস্টারের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত ঝরার ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। অনেকেই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১ দিন আগে