বিনোদন ডেস্ক
আজ, শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে আহসান মঞ্জিলের সামনে ধারণ করা ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।
বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি জাদুঘর।
ইত্যাদির এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি অনবদ্য প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল-তাই ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের উপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন এর উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। যিনি তার জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন। এছাড়াও একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।
আজ, শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে আহসান মঞ্জিলের সামনে ধারণ করা ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব সম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।
বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল একসময় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি জাদুঘর।
ইত্যাদির এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি অনবদ্য প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল-তাই ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের উপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন এর উপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। যিনি তার জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন। এছাড়াও একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।
নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
২১ ঘণ্টা আগেঅভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
১ দিন আগে