তপু খানের নতুন নাটকে দেখা যাবে তাকে

শিক্ষকতার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত শাহানা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১: ০৬

শিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।

১৯৯৭ সালের শেষের দিকে শিমুল মুস্তাফার ‘বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি’তে কর্মশালার মাধ্যমে সদস্য হন। আজ অবধি তিনি আবৃত্তি নিয়ে কাজ করছেন। বর্তমানে সাভারে স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের সভাপতি। ২০১৮ সাল থেকে সংগঠনটি সফলতার সঙ্গে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি একজন থিয়েটার কর্মীও। ২০০৬ সালে ঢাকার কেন্দ্রিক নাট্যদল ‘বঙ্গরঙ্গ নাট্য সংসদ’-এর সঙ্গে যুক্ত হন। বেশ কয়েকটি নাটকে অভিনয়ও করেন তিনি। উল্লেখযোগ্য হলো উৎপল দত্তের ‘রাতের অতিথি’ অবলম্বনে ‘উন্মোচন’, ইবসেনের মাস্টার বিল্ডার অবলম্বনে ‘গুরু নির্মাতা’ ইত্যাদি। পরবর্তী সময়ে জাগরণী থিয়েটার প্রযোজিত মাহফুজা হিলারী রচিত, দেবাশীষ ঘোষ নির্দেশিত নাটক ‘রাজার চিঠি’তে অনুপমা (বড়) চরিত্রে ৩৮টিরও বেশি প্রদর্শনীতে তিনি অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। শাহানা বিভিন্ন সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে কবিতা আবৃত্তি করেছেন। তার আবৃত্তিতে মুগ্ধ হয়েছেন এ দেশের কবিতাপ্রেমী দর্শক-শ্রোতা।

আবার টিভি নাটকে অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শককে। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো এসএ হক অলিকের ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’, ‘বাটপার আন লিমিটেড’, তপু খানের খণ্ডনাটক ‘ডার্ক জাস্টিস’, ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’, জুয়েল মাহমুদের খণ্ডনাটক ‘কারারুদ্ধ নজরুল’, ধারাবাহিক নাটক ‘দুরন্ত নজরুল’ ইত্যাদি।

শিগগিরই তিনি তপু খানের নতুন একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করতে যাচ্ছেন বলে জানান শাহানা। একজন উপস্থাপিকা হিসেবেও সাভারে বেশ পরিচিত এক মুখ শাহানা। অনলাইনে এবং মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করেন তিনি।

আগামী দিনের পথচলা প্রসঙ্গে শাহানা বলেন, ‘শিক্ষকতার পাশাপাশি আমি জাগরণী থিয়েটারের সঙ্গেই সম্পৃক্ত থাকব, আবৃত্তি করব, অভিনয় করব। ইচ্ছে আছে একটি ইউটিউব চ্যানেল খুলে আবৃত্তিকে আরো প্রসারিত করার। মোট কথা আবৃত্তিটাকে আমি বিশেষত সাভারে আরো বড় একটি পরিসরে নিয়ে যেতে চাই। আর আমি স্বেচ্ছায় বিয়ে করিনি। একা থেকেও যে জীবনে সুখী হওয়া যায় আমি নিজেই তার প্রমাণ। আমি আজীবন মানুষের জন্য স্বাধীনভাবে কাজ করে যেতে চাই।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত