ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে এখনও ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
এর আগে জাহিদ হাসানের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
তিনি জানান, ঠান্ডা লেগে জ্বর আসার পর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। এরপর শ্বাসকষ্ট হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তার শরীর আগের চেয়ে ভালো আছে।
অভিনেতা জাহিদ হাসান গেল ৬ জুন হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তারপর থেকে হাসপাতালেই আছেন তিনি।
জাহিদ হাসানকে অনেক দিন বাদে বড় পর্দায় দেখা গেছে। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘উৎসব’।
তানিম নূর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

