আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

গান ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হলো শহীদ আবরারকে

বিনোদন রিপোর্টার
গান ও  ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হলো শহীদ আবরারকে

গতকাল ৭ অক্টোবর পালিত হয় সত্য আর ন্যায়ের পথে অবিচল বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। শহীদ আবরার ফাহাদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৭টায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ‘আবরার ফাহাদ: বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’ এবং আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনীর আয়োজন করা হয়। একইসাথে দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে শহীদ আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)। এতে শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ হারানো সন্তানের স্মরণে বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) শহীদ আবরার ফাহাদ সম্পর্কে বলেন, ‘তাঁর পিতা স্মৃতিচারণায় বলছিলেন সে ভীরু ছিলো, সাহসী ছিল না। কিন্তু যে দেশকে ভালোবাসে, যে দেশের মানুষকে ভালোবাসে সে আর ভীরু থাকে না, সে সাহসী হয়ে উঠে। সে যে কথাগুলো বলেছিল তা সত্য, সত্য প্রকাশের জন্য তাকে হত্যা করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ।‘

শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ তার বক্তব্যে বলেন, ‘আবরার ফাহাদ ছোটবেলায় আসলে সে খুব ভীতু ছিলো। সে ভীতু ছেলে হয়ে এভাবে লেখালেখি করেছে সম্পূর্ণ দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য। দেশকে বাঁচানোর জন্য সে যে স্ট্যাটাস দিয়েছিলো তা দেশের জন্য। সে যে এ ধরনের লেখালেখি করেছে তা আমরা পরিবারের কেউই জানতাম না। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।‘

অনুষ্ঠানের শুরুতেই শিল্পী হায়দার হোসেন রচিত গান ‘আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার’ গানটি পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী রাফি তালুকদার। আলোচনা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত সমবেত কণ্ঠে ‘মুক্তির মন্দির সোপান তলে’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘কারার ঐ লোহ কপাট’, ‘ও আলোর পথযাত্রী’ এবং ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’ গানসমূহ পরিবেশন করেন। আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন