বিনোদন রিপোর্টার
আজ থেকে চার বছর আগে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘আনাড়ি কারগির’ শিরোনামের একটি গান। সেই গানটিই ছিল মো. জামাল হোসেনের লেখা সালমার গাওয়া রঙ্গনের জন্য কোনো প্রথম গান। গানটির সুর সংগীত করেছিলেন মুহিন খান। এরপর জামাল হোসেনের লেখা আরো কয়েকটি গান সালমা গেয়েছেন। তবে ‘আনাড়ি কারিগর’ গানটিই সালমার বেশি প্রিয়।
‘দিল দিওয়ানা’ শিরোনামে সংগীতশিল্পী সালমার নতুন একটি গান প্রকাশিত হয়েছে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন মো. জামাল হোসেন।
গানের কথা এমন ‘তোমার সাথে আড়ি দিতে লাগে বড় ভালো, অভিমানে মুখটা তোমার হয়রে যদি কালো, ভালোবেসে সেই মুখেতে ঢালবো জোছনা, বন্ধু দিল দিওয়ানা, এই বুকেতে ঝড় তোলনা’। গানটির সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটির বর্ণাঢ্য আয়োজনের মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে সালমা আছেন। আবার ভিডিতে সালমার কণ্ঠে লিপ মিলিয়েছেন প্রণমি নাফি।
গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় জামাল ভাইয়ের লেখা আনাড়ি কারিগর গানটি আমার প্রিয় একটি গান। মন ছুঁয়ে যাবার মতোই গান ছিল এটি। তবে এবার যে গানটি তিনি আমাকে উপহার দিয়েছেন এটি আমার স্টেজ শোর জন্য পারফেক্ট একটি গান। গানটির কথা, সুর সংগীত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির চমৎকার মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাই। ভীষণ যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এখন গানের প্রসারে বড় ভূমিকা রাখে। দিল দিওয়ানার কথা, সুর সংগীত এবং মিউজিক ভিডিও সব মিলিয়েই আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।’
মো. জামাল হোসেন বলেন, ‘গানটি এই সময়কে বিবেচনা করেই লেখা। সালমার কথা ভেবেই গানটি লেখা। সালমা নিঃসেন্দেহে খুব ভালো গান গায়। দিল দিওয়ানা তার কণ্ঠে অনবদ্য হয়ে উঠেছে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’
সালমা জানান, আগামী ১ মে শ্রমিক দিবসের দিন টঙ্গীতে এবং আগামী ১৬ মে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড-এ স্টেজ শোতে গান গাইবেন তিনি। এছাড়াও সালমা আরো বেশকিছু নতুন নতুন মৌলিক গানের কাজ করছেন। যা আগামী ঈদের আগে, ঈদ সময়ে এবং ঈদ-পরবর্তী সময়েও প্রকাশ পাবে।
আজ থেকে চার বছর আগে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘আনাড়ি কারগির’ শিরোনামের একটি গান। সেই গানটিই ছিল মো. জামাল হোসেনের লেখা সালমার গাওয়া রঙ্গনের জন্য কোনো প্রথম গান। গানটির সুর সংগীত করেছিলেন মুহিন খান। এরপর জামাল হোসেনের লেখা আরো কয়েকটি গান সালমা গেয়েছেন। তবে ‘আনাড়ি কারিগর’ গানটিই সালমার বেশি প্রিয়।
‘দিল দিওয়ানা’ শিরোনামে সংগীতশিল্পী সালমার নতুন একটি গান প্রকাশিত হয়েছে ‘রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন মো. জামাল হোসেন।
গানের কথা এমন ‘তোমার সাথে আড়ি দিতে লাগে বড় ভালো, অভিমানে মুখটা তোমার হয়রে যদি কালো, ভালোবেসে সেই মুখেতে ঢালবো জোছনা, বন্ধু দিল দিওয়ানা, এই বুকেতে ঝড় তোলনা’। গানটির সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানটির বর্ণাঢ্য আয়োজনের মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে সালমা আছেন। আবার ভিডিতে সালমার কণ্ঠে লিপ মিলিয়েছেন প্রণমি নাফি।
গানটি প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় জামাল ভাইয়ের লেখা আনাড়ি কারিগর গানটি আমার প্রিয় একটি গান। মন ছুঁয়ে যাবার মতোই গান ছিল এটি। তবে এবার যে গানটি তিনি আমাকে উপহার দিয়েছেন এটি আমার স্টেজ শোর জন্য পারফেক্ট একটি গান। গানটির কথা, সুর সংগীত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গানটির চমৎকার মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাই। ভীষণ যত্ন নিয়ে তিনি কাজটি করেছেন। দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও এখন গানের প্রসারে বড় ভূমিকা রাখে। দিল দিওয়ানার কথা, সুর সংগীত এবং মিউজিক ভিডিও সব মিলিয়েই আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।’
মো. জামাল হোসেন বলেন, ‘গানটি এই সময়কে বিবেচনা করেই লেখা। সালমার কথা ভেবেই গানটি লেখা। সালমা নিঃসেন্দেহে খুব ভালো গান গায়। দিল দিওয়ানা তার কণ্ঠে অনবদ্য হয়ে উঠেছে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকের।’
সালমা জানান, আগামী ১ মে শ্রমিক দিবসের দিন টঙ্গীতে এবং আগামী ১৬ মে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড-এ স্টেজ শোতে গান গাইবেন তিনি। এছাড়াও সালমা আরো বেশকিছু নতুন নতুন মৌলিক গানের কাজ করছেন। যা আগামী ঈদের আগে, ঈদ সময়ে এবং ঈদ-পরবর্তী সময়েও প্রকাশ পাবে।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে