আর্থিক সহযোগিতা চান না ফরিদা পারভীন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১২: ৫৮

সেই ২০১৯ সাল থেকেই কিডনির সমস্যা ভুগছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন এই শিল্পী। ডায়ালাইসিস নেয়ার পর থেকেই তার শরীরটা খারাপ হয়ে পড়ে। এছাড়াও তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসাসেবা দেওয়ার পর গতকাল রোববার থেকে তাঁকে সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে খবরটি জানিয়েছেন তাঁর স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

এর মধ্যেই হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বেশ কিছু গণমাধ্যমে খবর আসে, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ফরিদা পারভীন। প্রিয় শিল্পীর এমন খবর শুনে অনেকেই মর্মাহত হয়েছেন। তবে শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানি বলেছেন ভিন্ন কথা। এমন খবরে বিরক্ত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইমাম জাফর নোমানি বললেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা যে কজন ভাইবোন আছি। আমরা ওয়েল এস্টাবলিশ। আমরা আমাদের মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম। আর আমরা যদি চিকিৎসা ব্যয়বহন নাও করি তাহলে আমার মায়ের যে টাকা-পয়সা আছে। তা দিয়েও চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম। শুধু তাই নয়, তাকে সার্বক্ষণিক দেখাশুনার জন্য আমরা ও আমাদের ওয়াইফ, আমাদের বোন ও বোনের স্বামী সবাই সার্বক্ষণিক তার পাশে তাকে দেখাশুনার জন্য আছি।‘

তিনি জানান, তার মা ফরিদা পারভীনের শরীর খারাপ অনেক দিন ধরেই। সেই ২০১৯ সাল থেকেই তার কিডনির সমস্যা। অনেক দিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন। এখন ডায়ালাইসিস নেওয়ার শুরুর পর থেকেই তার শরীরটা খারাপ হয়ে পড়ে।

ফারিদা পারভীনের ছেলে আরো বলেন, ‘মায়ের অসুস্থতার খবর শুনে উপদেষ্টা থেকে শুরু করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে, তার চিকিৎসায় কোনো আর্থিক হেল্প লাগবে কিনা। এটা জানার পর আমার আম্মা ফরিদা পারভীন জানিয়েছেন তিনি এ ধরনের কোনো সহযোগিতা নিতে চান না।‘

তিনি আরো বলেন, ‘কাজেই যারা ছড়াচ্ছেন ফরীদা পারভীন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না এটা কতটা সঠিক চিন্তার বিষয়। তবে আপাতত সবাই শিল্পীর জন্য দোয়া করবেন। তিনি দ্রুত সুস্থ হয়ে নিজ অঙ্গনে ফিরুক।‘

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত