
বিনোদন রিপোর্টার

অজানার পথে বেরিয়ে ওরাঁও গ্রামের সংস্কৃতি আর ভালোবাসায় মিশে যান এক আলোকচিত্রী। তেমনই এক গল্পে ১৫ বছর আগে ‘ঊনাদিত্য’ নির্মাণ করেছিলেন রাজীবুল হোসেন। বিভিন্ন উৎসবেও ঘুরে এসেছে সিনেমাটি। কিন্তু সিনেমার ‘হার্ডডিস্ক চুরি হয়ে যাওয়ায়’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারেননি নির্মাতা। এবার সেই প্রতীক্ষার অবসান হচ্ছে, বড় পর্দায় আসছে ‘ঊনাদিত্য’।
পরিচালক রাজীবুল হাসান বলেন, ‘২০০৯ বা ২০১০ সালের দিকে আমি তখন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। সে সময় সিনেমার হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছিল। এরপর আমার কাছে কোনো কপি ছিল না। ফলে তা আর কোথাও পাঠানো বা দেখানো সম্ভব হয়নি।’ সিনেমাটি নতুনভাবে রিমাস্টারিং করে দর্শকের সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছেন নির্মাতা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেইলার।
রাজীবুল বলেন, ‘ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম দিকের সিনেমা। সম্প্রতি নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। ঊনাদিত্য সিনেমাটি দর্শক এখন ফাইভ-কে রেজল্যুশনে ৫ দশমিক ১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে দেখতে পারবে।’
তিনি জানান, সিনেমার কাহিনি এগিয়েছে তরুণ আলোকচিত্রী খালিদ সৈকতকে ঘিরে। এক অজানা পথে বেরিয়ে তিনি পৌঁছে যান ওরাঁও সম্প্রদায়ের গ্রামে। সেখানে পরিচয় হয় অরুণ খালকোর সঙ্গে, যিনি জন্মসূত্রে ওরাঁও হলেও ধর্মান্তরিত হয়ে স্থানীয় চার্চে দায়িত্ব পালন করেন। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদী মইনুল, রাকীবুল হোসেন, জয় রাজ, নওশের, রানাসহ অনেকে। ‘ঊনাদিত্য’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া। সম্পাদনা করেছেন সামীর আহমেদ, সংগীতায়োজন করেছে ‘যাযাবর’ (আফজাল হোসেন তামিম, দেজাউল রাসেল ও নীলকণ্ঠ)। প্রযোজনা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ। সিনেমাটি ২০০৮ সালে দ্বিতীয় সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া, ২০০৯ সালে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং একই বছর হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

অজানার পথে বেরিয়ে ওরাঁও গ্রামের সংস্কৃতি আর ভালোবাসায় মিশে যান এক আলোকচিত্রী। তেমনই এক গল্পে ১৫ বছর আগে ‘ঊনাদিত্য’ নির্মাণ করেছিলেন রাজীবুল হোসেন। বিভিন্ন উৎসবেও ঘুরে এসেছে সিনেমাটি। কিন্তু সিনেমার ‘হার্ডডিস্ক চুরি হয়ে যাওয়ায়’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারেননি নির্মাতা। এবার সেই প্রতীক্ষার অবসান হচ্ছে, বড় পর্দায় আসছে ‘ঊনাদিত্য’।
পরিচালক রাজীবুল হাসান বলেন, ‘২০০৯ বা ২০১০ সালের দিকে আমি তখন একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। সে সময় সিনেমার হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছিল। এরপর আমার কাছে কোনো কপি ছিল না। ফলে তা আর কোথাও পাঠানো বা দেখানো সম্ভব হয়নি।’ সিনেমাটি নতুনভাবে রিমাস্টারিং করে দর্শকের সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছেন নির্মাতা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেইলার।
রাজীবুল বলেন, ‘ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম দিকের সিনেমা। সম্প্রতি নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। ঊনাদিত্য সিনেমাটি দর্শক এখন ফাইভ-কে রেজল্যুশনে ৫ দশমিক ১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে দেখতে পারবে।’
তিনি জানান, সিনেমার কাহিনি এগিয়েছে তরুণ আলোকচিত্রী খালিদ সৈকতকে ঘিরে। এক অজানা পথে বেরিয়ে তিনি পৌঁছে যান ওরাঁও সম্প্রদায়ের গ্রামে। সেখানে পরিচয় হয় অরুণ খালকোর সঙ্গে, যিনি জন্মসূত্রে ওরাঁও হলেও ধর্মান্তরিত হয়ে স্থানীয় চার্চে দায়িত্ব পালন করেন। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদী মইনুল, রাকীবুল হোসেন, জয় রাজ, নওশের, রানাসহ অনেকে। ‘ঊনাদিত্য’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া। সম্পাদনা করেছেন সামীর আহমেদ, সংগীতায়োজন করেছে ‘যাযাবর’ (আফজাল হোসেন তামিম, দেজাউল রাসেল ও নীলকণ্ঠ)। প্রযোজনা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ। সিনেমাটি ২০০৮ সালে দ্বিতীয় সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া, ২০০৯ সালে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং একই বছর হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ৬০তম বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে।
২১ ঘণ্টা আগে
২০২৫ সালের একটি ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি।
১ দিন আগে
বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। আর এই দিনটিকে স্মরণীয় করতে প্রতি বছরের মতো এবারো হুমায়ূন আহমেদের প্রিয় আবাস গাজীপুরের নুহাশ পল্লীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১ দিন আগে
খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’। আগামীকাল, শুক্রবার দেশের ৬টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
১ দিন আগে