বিনোদন রিপোর্টার
তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক।
এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামে আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। এরপরও বিভিন্ন সময় ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন আজমত।
এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব বলেন, ‘আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।’
এর আগে আলী আজমত ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোক ফেস্টে। রাকিব বলেন, ‘প্রায় ছয় বছর পর তিনি আবার আসছেন, জুনুন ব্যান্ড তো খুব কম পারফর্ম করে, তাই আলী আজমত তার সোশ্যাল সার্কাস নিয়েই একক কনসার্টগুলো করে থাকেন।’
কনসার্টের টিকিটের দাম এখনো ঠিক করেনি আয়োজক প্রতিষ্ঠান। অনুমতি পাওয়ার পর কনসার্টের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রাকিব।
১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘সাইওনি’, ‘জাজবা-ই-জুনুন’, ‘সায়িন’, ‘খুদি’।
প্রতিষ্ঠার পর থেকে আলী আজমতের ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানে প্লেব্যাক করেন আজমত। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন তিনি।
তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমত। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে গাইবেন এই গায়ক।
এই শিল্পী ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামে আরেকটি ব্যান্ড গড়ে তোলেন তিনি। এরপরও বিভিন্ন সময় ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন আজমত।
এবারের কনসার্ট আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’। প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহাদ রাকিব বলেন, ‘আলী আজমতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে অনেক আগেই, আমরা অনুমতি নিতে মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছি। সেটা প্রক্রিয়াধীন আছে।’
এর আগে আলী আজমত ঢাকায় শেষবার কনসার্ট করেন ২০১৯ সালে ফোক ফেস্টে। রাকিব বলেন, ‘প্রায় ছয় বছর পর তিনি আবার আসছেন, জুনুন ব্যান্ড তো খুব কম পারফর্ম করে, তাই আলী আজমত তার সোশ্যাল সার্কাস নিয়েই একক কনসার্টগুলো করে থাকেন।’
কনসার্টের টিকিটের দাম এখনো ঠিক করেনি আয়োজক প্রতিষ্ঠান। অনুমতি পাওয়ার পর কনসার্টের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রাকিব।
১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। এই ব্যান্ডের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘সাইওনি’, ‘জাজবা-ই-জুনুন’, ‘সায়িন’, ‘খুদি’।
প্রতিষ্ঠার পর থেকে আলী আজমতের ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ডও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের পাশাপাশি আজমত গান গেয়েছেন বলিউডেও। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাপ’ সিনেমার ‘গরজ বরাজ’ গানে প্লেব্যাক করেন আজমত। এরপর ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার ‘মওলা’ ও ‘ইয়ে জিসম হ্যায় তেরা’ দুটি গানে কণ্ঠ দেন তিনি।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
১৬ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে