আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় ফরিদা পারভীন

বিনোদন রিপোর্টার
হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায় ফরিদা পারভীন

সেই ২০১৯ সাল থেকেই কিডনি সমস্যায় ভুগছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন এই শিল্পী। গত মঙ্গলবার, ২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী আমার দেশকে জানান, ‘তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। সপ্তাহে ২ দিন করে ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন। কিডনি বিকল রোগীদের যে কোনও সময় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফরিদা পারভীনের বেলায়ও তাই হয়েছে। এবার ডায়ালাইসিস এর পরে তার বমি শুরু হয় যে কারণে তার শরীরের সোডিয়ামের লেভেল কমে গেছে, পাশাপাশি ইন্টারনাল রক্তক্ষরণের বিষয়ও রয়েছে। কিডনি জটিলতার পাশাপাশি তাঁর শ্বাসকষ্টসহ আরও নানা সমস্যা আছে। উনি বেশ ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এই আগেও তার শারীরিক অবস্থা খারাপ ছিলেন, এবং তিনি সুস্থ হয়ে বাসা ফিরেছিলেন। এবারও আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন। আমরা চিন্তা করছি আজ (শুক্রবার) যে কোনো সময় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার। আমরা তার প্রয়োজন অনুযায়ী সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছি। তাঁর সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন