আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন রিপোর্টার

শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫, আর এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শর্টফিল্ম সাবমিশন! স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউল্যাব, পাঠশালা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্টের কিছু প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।

চলচ্চিত্রপ্রেমী ও তরুণ নির্মাতাদের জন্য এই উৎসবকে কেন্দ্র করে শর্টফিল্ম জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে, যা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।

বিজ্ঞাপন

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো নতুন ও সৃজনশীল নির্মাতাদের কাজ দর্শকের সামনে তুলে ধরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে উঠে আসা প্রতিভাবান নির্মাতাদের খুঁজে বের করা। নির্বাচিত নির্মাতাদের নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন থিমভিত্তিক স্বাধীন চলচ্চিত্র নির্মাণে অর্থায়ন করা হবে বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপের মাধ্যমে। এর ফলে নির্মাতারা একদিকে যেমন নিজেদের কাজের মাধ্যমে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে ব্র্যান্ডের সহযোগিতায় তাদের শর্টফিল্ম সারা দেশের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য সম্ভাবনাও তৈরি হবে।

এবারের ফেস্টিভ্যালে শর্টফিল্ম জমা দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয়বস্তু বা দৈর্ঘ্যের বাধ্যবাধকতা নেই। ফলে নির্মাতারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের সেরা ও সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। আয়োজকদের আশা, দেশীয় ও আন্তর্জাতিক মানের শর্টফিল্মের মাধ্যমে ঢাকার চলচ্চিত্রাঙ্গনে নতুন একটি মাত্রা যোগ করবে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল। আগ্রহী নির্মাতারা তাদের নির্মিত শর্টফিল্ম ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে পারবেন। ফেস্টিভ্যাল সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে DhakaFilmFestival.com ওয়েবসাইটে। আয়োজকদের প্রত্যাশা, প্রথম ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন