বিনোদন রিপোর্টার
গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে মৌসুমী-শাবনূরের পর অভিষেক হয় নায়িকা পপির। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ গানটি সেই সময় দেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিলো। সিনেমাতে পপির অনবদ্য অভিনয় এবং তার গ্ল্যামারাস উপস্থিতি তাকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। যে কারণে এর পরের পথচলাটা যেন পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়।
তিনবার জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত পপি সর্বশেষ অভিনয় করেন ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায়। জানা যায়, পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটির কাজ আবারো শুরু হবে, তবে পপি আর অভিনয়ে ফিরবেন কী না তা এখনো নিশ্চিত নয়।
কারণ, পপি তার স্বামী আদনান ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সুখে আছেন, ভালো আছেন বলে জানান। আজ, ১০ সেপ্টেম্বর পপির জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, ‘সিনেমাতে কাজ করার সময়টাতে আসলে জন্মদিন ছিল আমার কাছে দিনব্যাপী উৎসবের মতো। আগেরদিন রাত থেকে বাসায় একটা উৎসব উৎসব ভাব শুরু হতো। প্রিয়জনেরা ফোন করতেন, অনেক ভক্তও মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন করতেন, শুভেচ্ছা জানাতেন। আবার কেউ কেউ বাসায় ফুল কেক পাঠিয়ে দিতেন। কখনো কখনো সিনেমার শুটিংয়ে জন্মদিন উদযাপন করেছি বেশ উচ্ছ্বাসের মধ্যদিয়ে, আনন্দের মধ্যদিয়ে। আমার ‘পপি ফ্যান ক্লাবগুলো’ও দেশজুড়ে দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করতো। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। আমাদের নিজস্ব কিছু এতিমখানা আছে সেখানে কোরআন খতম এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। জন্মদিনে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের চ্যানেলগুলোর প্রতি, কারণ তারা আমার জন্মদিনে আমাকে ঘিরে নানান আয়োজন রাখতো, সিনেমা, গান প্রচার করতো, পত্রিকাগুলো আমাকে নিয়ে প্রতিবেদন করতো।‘
জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে পপি বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি শুধু এতোটুকু বলতে চাই-আমার জীবন থেকে নেয়া এই উপলব্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন, কিন্তু আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারের জন্য পুরো নিবেদিত হয়ে কিছু করবেন না। কারণ পরবর্তীতে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। যেহেতু সমাজে, চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। তাই আমার ভক্ত, দর্শকদের আগামীদিনের ভালোর জন্যই কথাগুলো বললাম। কারণ একজন মানুষের দেয়া উপদেশ বা নির্দেশনায় মানুষের জীবন বদলে যায়।‘
বেশ কয়েকদিন ধরেই পপির মা, বোনদের সাথে ঝামেলা চলছে। পরিবারের প্রতি আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘একটা সময় আমি মনে করতাম পরিবারের সবাই আমার। পরে সবাই যার যার মতো প্রতিষ্ঠিত হয়ে যাবার পর দেখলাম কেউই আর আমার না। আমাকে কঠিন আঘাত দিয়ে, সমাজের কাছে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে শূন্য করে দিয়ে গেছে আমার মা বোনেরা। আমি আমার ইন্ডাস্ট্রির মানুষকে সেই সময়টাতে পাশে পেয়েছি। নায়িকা পপিকে নয় ব্যক্তি পপিকে উপলব্ধি করে তারা পাশে দাঁড়িয়েছিল। আমি সত্যিই কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে।‘
স্বামী আদনান প্রসঙ্গে পপি বলেন, ‘ও আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমাকে আগলে রেখেছে, আমাকে সাহস দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। শেষ কথা শুধু এটুকু বলবো, কেউ কেউ আমার মায়ের কথা শুনে বিভ্রান্তিতে পড়ে নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে সংবাদ প্রচার করেছেন বা করছেন-এটা উচিত নয়। সত্য প্রকাশে আপোসহীন থাকতে হয়।‘
পপি অভিনীত সিনেমা গুলো হল-- ‘দরদী সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘অন্যায় আবদার’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘জোর’, ‘মনের মিলন’, ‘মানুষ মানুষের জন্য’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মা যখন বিচারক’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘মা যখন বিচারক’, ‘অনেক দিনের আশা’, ‘ভালোবাসার ঘর’, ‘জীবন মানেই যুদ্ধ’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘বিদ্রোহী সন্তান’, ‘নারীরাও প্রতিবাদী’, ‘রানী কুঠির বাকী ইতিহাস’, ‘ অন্ধকারে চিতা’, ‘শ্রেষ্ঠ সন্তান’, ‘জগত সংসার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি।
পপি ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড- পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে মৌসুমী-শাবনূরের পর অভিষেক হয় নায়িকা পপির। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ গানটি সেই সময় দেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিলো। সিনেমাতে পপির অনবদ্য অভিনয় এবং তার গ্ল্যামারাস উপস্থিতি তাকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। যে কারণে এর পরের পথচলাটা যেন পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়।
তিনবার জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত পপি সর্বশেষ অভিনয় করেন ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায়। জানা যায়, পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটির কাজ আবারো শুরু হবে, তবে পপি আর অভিনয়ে ফিরবেন কী না তা এখনো নিশ্চিত নয়।
কারণ, পপি তার স্বামী আদনান ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে সুখে আছেন, ভালো আছেন বলে জানান। আজ, ১০ সেপ্টেম্বর পপির জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, ‘সিনেমাতে কাজ করার সময়টাতে আসলে জন্মদিন ছিল আমার কাছে দিনব্যাপী উৎসবের মতো। আগেরদিন রাত থেকে বাসায় একটা উৎসব উৎসব ভাব শুরু হতো। প্রিয়জনেরা ফোন করতেন, অনেক ভক্তও মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন করতেন, শুভেচ্ছা জানাতেন। আবার কেউ কেউ বাসায় ফুল কেক পাঠিয়ে দিতেন। কখনো কখনো সিনেমার শুটিংয়ে জন্মদিন উদযাপন করেছি বেশ উচ্ছ্বাসের মধ্যদিয়ে, আনন্দের মধ্যদিয়ে। আমার ‘পপি ফ্যান ক্লাবগুলো’ও দেশজুড়ে দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করতো। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। আমাদের নিজস্ব কিছু এতিমখানা আছে সেখানে কোরআন খতম এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। জন্মদিনে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের চ্যানেলগুলোর প্রতি, কারণ তারা আমার জন্মদিনে আমাকে ঘিরে নানান আয়োজন রাখতো, সিনেমা, গান প্রচার করতো, পত্রিকাগুলো আমাকে নিয়ে প্রতিবেদন করতো।‘
জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে পপি বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি শুধু এতোটুকু বলতে চাই-আমার জীবন থেকে নেয়া এই উপলব্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন, কিন্তু আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারের জন্য পুরো নিবেদিত হয়ে কিছু করবেন না। কারণ পরবর্তীতে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। যেহেতু সমাজে, চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। তাই আমার ভক্ত, দর্শকদের আগামীদিনের ভালোর জন্যই কথাগুলো বললাম। কারণ একজন মানুষের দেয়া উপদেশ বা নির্দেশনায় মানুষের জীবন বদলে যায়।‘
বেশ কয়েকদিন ধরেই পপির মা, বোনদের সাথে ঝামেলা চলছে। পরিবারের প্রতি আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘একটা সময় আমি মনে করতাম পরিবারের সবাই আমার। পরে সবাই যার যার মতো প্রতিষ্ঠিত হয়ে যাবার পর দেখলাম কেউই আর আমার না। আমাকে কঠিন আঘাত দিয়ে, সমাজের কাছে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে শূন্য করে দিয়ে গেছে আমার মা বোনেরা। আমি আমার ইন্ডাস্ট্রির মানুষকে সেই সময়টাতে পাশে পেয়েছি। নায়িকা পপিকে নয় ব্যক্তি পপিকে উপলব্ধি করে তারা পাশে দাঁড়িয়েছিল। আমি সত্যিই কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে।‘
স্বামী আদনান প্রসঙ্গে পপি বলেন, ‘ও আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমাকে আগলে রেখেছে, আমাকে সাহস দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। শেষ কথা শুধু এটুকু বলবো, কেউ কেউ আমার মায়ের কথা শুনে বিভ্রান্তিতে পড়ে নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে সংবাদ প্রচার করেছেন বা করছেন-এটা উচিত নয়। সত্য প্রকাশে আপোসহীন থাকতে হয়।‘
পপি অভিনীত সিনেমা গুলো হল-- ‘দরদী সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘অন্যায় আবদার’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘জোর’, ‘মনের মিলন’, ‘মানুষ মানুষের জন্য’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মা যখন বিচারক’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘মা যখন বিচারক’, ‘অনেক দিনের আশা’, ‘ভালোবাসার ঘর’, ‘জীবন মানেই যুদ্ধ’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘বিদ্রোহী সন্তান’, ‘নারীরাও প্রতিবাদী’, ‘রানী কুঠির বাকী ইতিহাস’, ‘ অন্ধকারে চিতা’, ‘শ্রেষ্ঠ সন্তান’, ‘জগত সংসার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি।
পপি ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড- পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৩ ঘণ্টা আগে