অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তিনবার জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। জানা যায়, সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে।
গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে মৌসুমী-শাবনূরের পর অভিষেক হয় নায়িকা পপির। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনে পাড়ার কারো সঙ্গে নেই যোগাযোগ। এতে একসময় কানাঘুষা শুরু হয় বিয়ে করে সংসারী হয়েছেন পপি।