স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনে পাড়ার কারো সঙ্গে নেই যোগাযোগ। এতে একসময় কানাঘুষা শুরু হয় বিয়ে করে সংসারী হয়েছেন পপি।
অবশ্য পরে সেই গুঞ্জন সত্যি হয়। গত ফেব্রুয়ারি মাসে আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন তিনি। জানান, অনেক দিন আগেই বিয়ে করেছেন। এক পুত্রসন্তানেরও মা হয়েছেন। আসলে পপির এ আড়াল ভাঙার কারণ ছিল ব্যক্তিগত। জমিজমা নিয়ে স্বজনদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এ সময় আর অভিনয় করবেন না বলেও জানান তিনি।
‘সিনেমার জন্যই তার অনেক বদনাম হয়েছে’- এমন মন্তব্যও তখন করেন পপি। তাই সিনেমায় আর অভিনয় করতে চান না। স্বামী-সন্তান নিয়েই থাকতে চান। সম্প্রতি পপির ওই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক ওমর সানী।
পপির এ মন্তব্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, পপির এ ধরনের কথা বলা উচিত নয়। এ মন্তব্যের জন্য আমি তাকে স্টুপিড (বোকা) বলবো। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো, পপি নিজেকেই ছোট করেছে।’
তিনি আরও বলেন, ‘পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে যে সিনেমা নিয়ে এসব কথা বলবে। নায়িকা না হলে তাকে কে চিনতো? সে সিনেমাকে ছোট করেছে। আমি তাকে বলবো এসব আবেগি, ফাজলামো কথা না বলতে।’
গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে কয়েক দফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি। ব্যক্তিগত বিষয় নিয়ে কয়েকবার প্রকাশ্যে আসেন। পরে আবারো অন্তরালে চলে যান। মার্চ মাস থেকেই ফের যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পপির কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা।
প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়ে সিনেমায় পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি।
দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনে পাড়ার কারো সঙ্গে নেই যোগাযোগ। এতে একসময় কানাঘুষা শুরু হয় বিয়ে করে সংসারী হয়েছেন পপি।
অবশ্য পরে সেই গুঞ্জন সত্যি হয়। গত ফেব্রুয়ারি মাসে আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন তিনি। জানান, অনেক দিন আগেই বিয়ে করেছেন। এক পুত্রসন্তানেরও মা হয়েছেন। আসলে পপির এ আড়াল ভাঙার কারণ ছিল ব্যক্তিগত। জমিজমা নিয়ে স্বজনদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এ সময় আর অভিনয় করবেন না বলেও জানান তিনি।
‘সিনেমার জন্যই তার অনেক বদনাম হয়েছে’- এমন মন্তব্যও তখন করেন পপি। তাই সিনেমায় আর অভিনয় করতে চান না। স্বামী-সন্তান নিয়েই থাকতে চান। সম্প্রতি পপির ওই মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক ওমর সানী।
পপির এ মন্তব্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, পপির এ ধরনের কথা বলা উচিত নয়। এ মন্তব্যের জন্য আমি তাকে স্টুপিড (বোকা) বলবো। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো, পপি নিজেকেই ছোট করেছে।’
তিনি আরও বলেন, ‘পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে যে সিনেমা নিয়ে এসব কথা বলবে। নায়িকা না হলে তাকে কে চিনতো? সে সিনেমাকে ছোট করেছে। আমি তাকে বলবো এসব আবেগি, ফাজলামো কথা না বলতে।’
গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে কয়েক দফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি। ব্যক্তিগত বিষয় নিয়ে কয়েকবার প্রকাশ্যে আসেন। পরে আবারো অন্তরালে চলে যান। মার্চ মাস থেকেই ফের যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পপির কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা।
প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ দিয়ে সিনেমায় পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৫ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৫ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৬ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৭ ঘণ্টা আগে