মুক্তি পেল পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৭: ৪০

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ দেশের ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দৃশ্য ধারণের ছয় বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সিনেমাটির মুক্তি নিয়ে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানিয়েছেন, 'এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘ডাইরেক্ট অ্যাটাক’। ঈদ-পরবর্তী সময়ে এই সিনেমাটিই সর্বাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।'

বিজ্ঞাপন

সাদেক সিদ্দিকীর পরিচালনায় সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প। ঘুষ, দুর্নীতি, অপরাধ, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী রূপে হাজির হবেন পপি।

সাদেক সিদ্দিকী বলেন, ‘অ্যাকশনধর্মী সিনেমা হলেও এখানে প্রেম, ভালোবাসা রয়েছে। পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সে বিয়ে করে একজন অপরাধীকে। যখন তার সামনে সব বাস্তবতা চলে আসে তখন তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এভাবেই গল্প এগিয়ে যাবে। পপির বিপরীতে দেখা যাবে আমিন খানকে।’

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী, সাগর সিদ্দিকীসহ আরো অনেকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত