সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ডে ১১ বছর আগের ‘লাভ আজকাল’ ছবির লুক ও সাম্প্রতিক একটি লুক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুপারস্টার শাকিব খান।
চলতি বছর ২৮ মে ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ করেছেন শাকিব। তাঁর এই পথচলা সহজ ছিল না। আশা-হতাশার দোলাচলে পেরিয়েছে সময়। নানা উত্থান-পতনের সাক্ষী হয়েছেন তিনি।
আজ বুধবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি লুক পোস্ট করে ক্যারিয়ারের সেই উত্থান-পতনের স্মৃতিচারণ করেছেন এ অভিনেতা।
শাকিব লেখেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতনের প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। প্রতিটি ব্যর্থতা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। প্রতিটি পতন আমার দৃঢ়তাকে রূপ দিয়েছে। প্রতিটি জয় আমাকে মাটির কাছাকাছি থাকতে মনে করিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না যে কোথায় যাচ্ছি, কিন্তু আমি কখনও হাঁটা থামাইনি। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি।
সবশেষে এই নায়ক বলেন, ‘আমি এখনও গল্পটি লিখছি... একের পর এক অধ্যায়।‘
এই পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন শাকিব। কেউ কেউ বলছেন, ‘শাকিব খান ২.০!’
২০২৩ সালে মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি দিয়ে তিনি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছেও বিপুল গ্রহণযোগ্যতা পান। এরপর ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

