
বিনোদন ডেস্ক

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটক ‘রি-রিভোল্ট’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নায়লা আজাদ। নাটকটি মঞ্চায়ন করবে ‘টিম কালার’।
নাটকের সারসংক্ষেপ থেকে জানা যায়, বিপ্লব তখনই ঘটে যখন একটি সমাজের কিছু মানুষ বর্তমান ব্যবস্থার প্রতি অসন্তোষ বোধ করে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তার সাথে একমত হয়। এটি ‘কর্তৃত্বের বিরুদ্ধে একটি প্রাদুর্ভাব’। গত বছরের জুলাই মাসে এই দেশে এটি ঘটেছিল- যখন সকল স্তরের মানুষ কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়াই রাস্তায় নেমে আসে দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী শাসনের অবসানের দাবিতে। এটি ছিল ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি গণতন্ত্রপন্থী গণঅভ্যুত্থান। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার পর আন্দোলনটি গতি লাভ করে, আন্দোলনে অসংখ্য আহত ও প্রাণহানি ঘটে, যা জনরোষকে আরও বাড়িয়ে তোলে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের দিকে পরিচালিত করে। জুলাই বিপ্লব ছিল গণতন্ত্রের বিজয় এবং জাতির জন্য একটি নতুন যুগের আশা।
‘রি-রিভোল্ট’ হলো একুশ দিনের বিক্ষোভ ও সহিংসতা এবং পরবর্তী গণহত্যার রাস্তার শক্তির প্রতিনিধিত্বকারী নাটকীয় নৃত্য। নির্দেশক বলেন, যেহেতু আমরা কেবল রাস্তার উপর মনোযোগ দিচ্ছি, তাই আমরা রাস্তার সঙ্গীত এবং নৃত্য এবং হিপ-হপ ব্যবহার করেছি, যা প্রতিবাদের সবচেয়ে জরুরি, আপসহীন, নির্মমভাবে সৎ এবং গভীর কাব্যিক প্রকাশ।
এই প্রযোজনার নেপথ্য কলাকুশলী হিসেবে রয়েছেন কোরিওগ্রাফিতে উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস এবং প্রযোজনা ব্যবস্থাপনায় বাপ্পি আমিন প্রমুখ।

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটক ‘রি-রিভোল্ট’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নায়লা আজাদ। নাটকটি মঞ্চায়ন করবে ‘টিম কালার’।
নাটকের সারসংক্ষেপ থেকে জানা যায়, বিপ্লব তখনই ঘটে যখন একটি সমাজের কিছু মানুষ বর্তমান ব্যবস্থার প্রতি অসন্তোষ বোধ করে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তার সাথে একমত হয়। এটি ‘কর্তৃত্বের বিরুদ্ধে একটি প্রাদুর্ভাব’। গত বছরের জুলাই মাসে এই দেশে এটি ঘটেছিল- যখন সকল স্তরের মানুষ কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়াই রাস্তায় নেমে আসে দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদী শাসনের অবসানের দাবিতে। এটি ছিল ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি গণতন্ত্রপন্থী গণঅভ্যুত্থান। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার পর আন্দোলনটি গতি লাভ করে, আন্দোলনে অসংখ্য আহত ও প্রাণহানি ঘটে, যা জনরোষকে আরও বাড়িয়ে তোলে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের দিকে পরিচালিত করে। জুলাই বিপ্লব ছিল গণতন্ত্রের বিজয় এবং জাতির জন্য একটি নতুন যুগের আশা।
‘রি-রিভোল্ট’ হলো একুশ দিনের বিক্ষোভ ও সহিংসতা এবং পরবর্তী গণহত্যার রাস্তার শক্তির প্রতিনিধিত্বকারী নাটকীয় নৃত্য। নির্দেশক বলেন, যেহেতু আমরা কেবল রাস্তার উপর মনোযোগ দিচ্ছি, তাই আমরা রাস্তার সঙ্গীত এবং নৃত্য এবং হিপ-হপ ব্যবহার করেছি, যা প্রতিবাদের সবচেয়ে জরুরি, আপসহীন, নির্মমভাবে সৎ এবং গভীর কাব্যিক প্রকাশ।
এই প্রযোজনার নেপথ্য কলাকুশলী হিসেবে রয়েছেন কোরিওগ্রাফিতে উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস এবং প্রযোজনা ব্যবস্থাপনায় বাপ্পি আমিন প্রমুখ।

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৩ ঘণ্টা আগে
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগে
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৫ ঘণ্টা আগে