বিনোদন ডেস্ক
অনেক আগে এক টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক। একপর্যায়ে তর্কযুদ্ধে জড়িয়ে যান দুইজনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা, আর তা দাবি করেছিলেন তনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো এক প্রসঙ্গে তনির ওপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা। আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরাও তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশে মন্তব্য ছিল এমন- ‘কান্না করে মার্কেট পাওয়া যাবে না।’ আবার কারো স্পষ্ট মন্তব্য, সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক।
এ নিয়ে একবার ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রল করেছিলেন, তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ‘ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রল করেছে, কিছু মানুষ ছোট করেছে। অনেকে এতটাই কষ্ট দিয়েছে, যেটার আমি প্রাপ্য না। কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়- এটাকে বলে কারমা।’
কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, ‘আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য- আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না? কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না।’
বারিশা হক অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ে কাজ করেন।
অনেক আগে এক টেলিভিশন টকশোতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাতিমা তনির সঙ্গে অংশ নেন বারিশা হক। একপর্যায়ে তর্কযুদ্ধে জড়িয়ে যান দুইজনেই। সেখানে নাকি অনেক কান্নাকাটিও করেন বারিশা, আর তা দাবি করেছিলেন তনি।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো এক প্রসঙ্গে তনির ওপর ক্ষেপে কথা বলতে বলতে রীতিমতো কান্না করেন বারিশা। আর সেই ভিডিও নিয়ে নেটিজেনরাও তাকে কটাক্ষ করতে ছাড়েনি। অধিকাংশে মন্তব্য ছিল এমন- ‘কান্না করে মার্কেট পাওয়া যাবে না।’ আবার কারো স্পষ্ট মন্তব্য, সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করেন বারিশা হক।
এ নিয়ে একবার ক্ষোভও উগড়ে দিয়েছিলেন বারিশা। লাইভে এসে বলেছিলেন, তার কান্না নিয়ে যারা ট্রল করেছিলেন, তাদেরকেও কান্না করতে হবে। বলেছিলেন, ‘ইন্টারভিউতে আমার অতীতের কথা নিয়ে আমি আবেগী হয়ে গেছি। ওইটা নিয়ে কিছু মানুষ ট্রল করেছে, কিছু মানুষ ছোট করেছে। অনেকে এতটাই কষ্ট দিয়েছে, যেটার আমি প্রাপ্য না। কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ফেরত পেয়ে যায়- এটাকে বলে কারমা।’
কিন্তু কেন এভাবে কান্না করেন বারিশা হক, তার ব্যাখ্যা দিলেন তারকা। সদ্য এক গণমাধ্যমে বারিশা হক বলেন, ‘আমি ক্যামেরার সামনে কান্না করি সিম্প্যাথি নেওয়ার জন্য- আসলে বিষয়টা এরকম না। আমি ছোট থেকেই কোমল হৃদয়ের একজন মানুষ। ইমোশনাল তো বটেই, কিন্তু এখন যেটা হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছি, ম্যাচিউর হয়েছি। থাকে না? কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। তখন নিজের ইমোশনকে কন্ট্রোল করা যায় না।’
বারিশা হক অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ে কাজ করেন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে