মস্কো উৎসবে বাংলাদেশের 'সোল মেট'

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২০: ২০

রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিতব্য আন্তারিজ চলচ্চিত্র উৎসব-এর প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ৪ মিনিট দৈর্ঘ্যের ডকুমেন্টারি ফিল্ম ‘সোল মেট’। চলচ্চিত্রটির নির্মাতা আদেল ইমাম অনুপ। ৬ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এটি এই তরুণ নির্মাতার প্রথম কাজ। প্রথম নির্মাণেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানো প্রসঙ্গে অনুপ বলেন, ‘এটা আমার জন্য এক অনন্য সম্মান। সীমাবদ্ধতার মধ্যেও যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৪০০-এর বেশি জমা পড়া চলচ্চিত্রের মধ্যে ২৯টি দেশের ১০৪টি ছবিকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে সোল মেট একটি।

সোল মেট মূলত এক জোড়া জুতার গল্প। কোনো মুখ দেখা না গেলেও কেবল পায়ের দৃশ্য ও ভয়েস ওভারের মাধ্যমে গল্পটি বলা হয়েছে। ভয়েস দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল, শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার।

‘সোল মেট’ এর দুটি প্রদর্শনী ইতিমধ্যে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথমটি হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’-এ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত