ছাত্র–জনতার অভ্যুত্থান ও দেশের সুদীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প তুলে ধরা হয়েছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায়। এটি বছর শেষে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ১৬ জানুয়ারি।
সিনেমার মুক্তি প্রসঙ্গে রোববার সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সিনেমাটি এ বছর মুক্তি না দিয়ে নতুন বছরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাঙালি জাতিসত্তার বিভাজনের বেদনাবিধুর জন্মলগ্ন থেকে শুরু করে স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম, দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াই পেরিয়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।
এর গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য। আর এটি পরিচালনা করেছেন আহমেদ হাসান সানি। প্রথম সিনেমা প্রসঙ্গে পরিচালক আহমেদ হাসান সানি বলেন, ‘রাজনৈতিক আলাপের অভ্যাসটা জরুরি। মানুষ যত রাজনৈতিকভাবে সচেতন হবে, তত দেশকে নিয়ে ভাবতে শিখবে। আমরা সারা জীবন দেখে এসেছি হোটেলে, বাসে, রেস্টুরেন্টে বড় করে লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ করাকে ট্যাবু হিসেবে দেখেছি আমরা। এই ট্যাবুকে ভাঙার লক্ষ্যে সিনেমাটি করা।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্বসহ অনেকেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

