আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দৃকে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ইদ্রিস’

বিনোদন রিপোর্টার
দৃকে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ইদ্রিস’

দৃক পিকচার লাইব্রেরি ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ-উদ্যোগে ‘ইদ্রিস’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬ টায় ঢাকাস্থ দৃকপাঠ ভবনে। এ প্রামাণ্যচিত্রটি অ্যাডাম লুইস জ্যাকবের পরিচালনায় নির্বাসন-বিরোধী আন্দোলনকর্মী মুহাম্মদ ইদ্রিসের জীবনের উপর নির্মিত।

‘ইদ্রিস’, ১৯৮০-এর দশকে একজন মানুষের যুক্তরাজ্যে থাকার জন্য সংগ্রামকে তুলে ধরে এবং তাকে সাহায্য করতে গড়ে উঠা ট্রেড ইউনিয়ন আন্দোলনের গল্প বলে। ইদ্রিস ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসেন ব্রিস্টল পলিটেকনিকে প্রশিক্ষণ নিতে। তিনি সেখানে বিয়ে করেন এবং যুক্তরাজ্যে থাকার জন্য আবেদন করেন। কিন্তু তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর, তাকে নির্বাসনের মুখোমুখি হতে হয়।

বিজ্ঞাপন

প্রামাণ্যচিত্রটি প্রদর্শন শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন মুহাম্মদ ইদ্রিস এবং নির্মাতা অ্যাডাম লুইস জ্যাকব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন