আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিল্পকলার মঞ্চে আসছে ‘মুখোমুখি’

বিনোদন রিপোর্টার

শিল্পকলার মঞ্চে আসছে ‘মুখোমুখি’

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটক ‘মুখোমুখি’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে ।

নাটকটির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মন। নাটকটি মঞ্চায়ন করবে ‘থিয়েটার ওয়েব’।

বিজ্ঞাপন

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজ থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, মো. আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...