আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একসঙ্গে দুই চ্যাম্পিয়ন

বিনোদন রিপোর্টার

একসঙ্গে দুই চ্যাম্পিয়ন

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্লোজআপ-1 খ্যাত সালমা ও লিজা। বিশেষত ফোক গানে সালমা যেমন অনবদ্য ঠিক তেমন আধুনিক গানে লিজাও অনবদ্য। সালমা নিয়মিত একের পর এক ফোক গান, আধুনিক গান প্রকাশ করে যাচ্ছেন। অন্যদিকে লিজা তার নিজের ইউটিউব চ্যানেলের দিকে বেশি মনোযোগী বিধায় তিনি একটু সময় নিয়ে নতুন নতুন মৌলিক গান প্রকাশ করেন।

দু’জন একই প্লাটফর্ম থেকে চ্যাম্পিয়ন হয়েছেন। ‘ক্লোজআপ-1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো-এর দ্বিতীয় সিজনের (২০০৬) চ্যাম্পিয়ন সালমা আর তৃতীয় সিজনের (২০০৮) চ্যাম্পিয়ন লিজা। দু’জনেই গানে গানে বাংলাদেশের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন রিয়েলিটি শো’তে অংশগ্রহণের সময়কালেই।

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই সালমার উদ্যোগে রাজধানীর শাহবাগস্থ সালমার বাসায় এক ঘরোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অন্যান্য শিল্পীর মধ্যে লিজাও নিমন্ত্রিত ছিলেন। বেশ আনন্দ আড্ডার মধ্যদিয়েই এই ঘরোয়া আয়োজনটি সম্পন্ন হয়।

সালমা বলেন, ‘এটা আসলে তেমন পূর্ব পরিকল্পিত কোনো আয়োজন ছিলোনা। অনেকের সঙ্গেই আসলে অনেকদিন ধরে দেখা হচ্ছেনা। তাই নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্যই এই আড্ডার আয়োজন করা। সেখানে লিজাকেও নিমন্ত্রণ জানানো হয়েছিলো। আমরাতো একই রিয়েলিটির শো’র পরপর দুই সিজনের চ্যাম্পিয়ন। সত্যি বলতে কী দেখতে দেখতে জীবনের এতোটা সময় চলে গেছে হিসেব করলেই যেন তা টের পাই। এতো দ্রুত এতোটা সময় চলে গেছে, ভাবতেই পারিনা। যাইহোক তারপরও ভালো আছি, আলহামদুলিল্লাহ। লিজা’সহ যারা এই আয়োজনে এসেছিলেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’

লিজা বলেন, ‘ইউরোপ ট্যুর থেকে আসার পর ঘর থেকে একদম প্রয়োজন ছাড়া বেরই হইনা আমি। স্টেজ শো, টিভি শোতেই শুধু সময় দেবার চেষ্টা করি। এরমধ্যে নিজেদের মধ্যে একটা চমৎকার সময় কাটলো, এটাও অনেক ভালোলাগার। সত্যি বলতে কী নিজেদের মধ্যে মাঝে মাঝে এই ধরনের আড্ডা হলে ভালো হয়। সেদিন আমরা দুই চ্যাম্পিয়নও এক হয়ে কত যে স্মৃতিচারণ করেছি তার হিসেবে নেই।’

এদিকে লিজার নতুন গান ‘নেই অধিকার’ শিগগিরই প্রকাশ পাবে। এটি লিখেছেন তৌফিক আহমেদ, সুর সঙ্গীত করেছেন হৃদয় খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...