আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

আমার দেশ অনলাইন

প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথম অবস্থান ধরে রেখেছেন তিনি।

বুধবার ধনীদের বার্ষিক এই তালিকা প্রকাশ করে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এতে ভারতের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের সম্পদের মূল্যায়ন করা হয়।

বিজ্ঞাপন

শাহরুখের সম্পদ বৃদ্ধির কথা উল্লেখ করে তালিকায় বলা হয়েছে, ‘৫৯ বছর বয়সী বলিউডের বাদশাহ, শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন। তার সম্পদের মূল্যমান ১২ হাজার ৪৯০ কোটি রুপি।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শাহরুখ খান হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে ধনী তারকা।

তালিকা অনুযায়ী, জুহি চাওলা ও তার পরিবার পরবর্তী অবস্থানে আছেন, যাদের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। পরবর্তী অবস্থানগুলোতে যথাক্রমে আছেন হৃতিক রোশান, করণ জোহর এবং অমিতাভ বচ্চন।

শাহরুখ খান ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টেও শাহরুখের সম্পদের পরিমাণ ছিলো ৭ হাজার ৩০০ কোটি রুপি। এক বছরে যা বেড়েছে প্রায় ৫ হাজার কোটি রুটি।

অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সহ-মালিক। তিনি আইপিএলে দল কলকাতা নাইট রাইডার্সেরও সহ-মালিক।

শাহরুখ খানের এক্সে (আগের টুইটার) ৪৩.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৪৮.৬ মিলিয়ন ফলোয়ার আছে।

এ বছর শাহরুখ খান ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন। তিন দশকেরও দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এটি তার প্রথম জাতীয় পুরস্কার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...