বিলুপ্তির পথে যাত্রাপালা, চমকের আক্ষেপ

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৭: ৩৭

যেকোন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার তিনি কথা বলেন, যাত্রাপালা নিয়ে। একসময় শীতকাল এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে মাইকে যাত্রাপালার ঘোষণার কথা শোনা যেত। ঢোলের শব্দে মুখরিত হতো লোকালয়, মঞ্চে জীবন্ত হয়ে উঠত পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনি, মাটির গল্প। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ সেই দৃশ্য বিলুপ্তির পথে।

বাংলাদেশের সংস্কৃতির এই রূপটি হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন চমক। এতে ক্যাপশনে এই অভিনেত্রী দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে তার গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। তার প্রশ্ন, ‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?’

বিজ্ঞাপন

চমক তার পোস্টে লেখেন, ‘যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।’

যাত্রাপালাকে বাঙালির লোকসংস্কৃতি ও লোকবিশ্বাসের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।’

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত