স্মরণ করা হলো ৪ বরেণ্য গুণীশিল্পীকে

প্রয়াত গুণিজনদের প্রতি শিল্পকলার শ্রদ্ধা নিবেদন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ২০: ০৮

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ নিয়মিত আয়োজন করা হয় ‘মনীষী স্মরণ’ অনুষ্ঠান। এ সকল অনুষ্ঠানে প্রয়াত গুণীজনের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করা হয় থাকে। সে ধারাবাহিকতায় আজ স্মরণ করা হয় ৪ বরেণ্য গুণীশিল্পীকে।

আজ ৩টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রয়াত বরেণ্য শিল্পী সফিউদ্দীন আহমেদ ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে ‘সৃজনে স্মৃতিতে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।

সফিউদ্দীন আহমেদ স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ড. শেখ মনির উদ্দিন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শামান্তা শারমিন।

শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন জাহিদ মোস্তফা এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক মামুন কায়সার।

অন্যদিকে, বিকাল ৪টায় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে বরেণ্য আলোকচিত্রশিল্পী আফতাব আহমদ ও রশিদ তালুকদার স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী সাহাদাত পারভেজ এবং দৃকের কিউরেটর এ এস এম রেজাউর রহমান। এসময় আলোচকবৃন্দ বিশিষ্ট আলোকচিত্রশিল্পী আফতাব আহমদ ও রশিদ তালুকদার-এর জীবন ও কর্ম এবং আলোকচিত্রী শিল্পে তাঁদের অবদান সম্পর্কে আলোচনা করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত