শিল্পকলায় আগামীকাল ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৭: ০৯

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হবে ফোর্থ ওয়াল থিয়েটার-এর নাট্য প্রযোজনা ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মো. লাহল মিয়া এবং ড্রামাতুর্গ ও পরিকল্পনায় আছেন আব্দুল মুনিম তরফদার।

বিজ্ঞাপন

ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ, আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক।

নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি- যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো। ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’ তাই শুধু একটি নাটক নয়- এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক পুনর্নির্মাণের এক মঞ্চভাষ্য।

‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’ প্রযোজনাটি সম্পর্কে নির্দেশক মো. লাহল মিয়া বলেন, ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’- এটি কেবল প্রযুক্তিগত বার্তা নয়, বরং একটি রাষ্ট্রিক বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি। নাট্যরূপে এটি একটি এক্সপেরিমেন্টাল। আমরা চেষ্টা করেছি সময়ের ভাষা খুঁজে পেতে- যেখানে ব্যঙ্গ, থ্রিল, শোক, প্যাথস ও র‍্যাপ পাশাপাশি দাঁড়ায়। ভাষার পাশাপাশি চতুর্থ প্রাচীর ভাঙা হয়েছে, যেন দর্শক নিজেই নাটকের শরিক হয়ে ওঠে।

প্রযোজনাটি সম্পর্কে ড্রামাতুর্গ আব্দুল মুনিম তরফদার বলেন, “আমরা এই প্রযোজনায় ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই বার্তার মধ্য দিয়ে সমকালীন বিশৃঙ্খলা ও ক্ষমতার ভারসাম্যহীনতার বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরতে চেয়েছি।‘

এই নাট্য প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মুনিম তরফদার, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও, এ. এইচ. এম. সাহেদুল আলম, ফারিহা তাসনীম হৃদি, হাদী আকাশ, শেখ সায়েম হোসেন, রাইসুল ইসলাম রোমান, তাসনোভা সানজিদা, ইসরাত মীম, মো. মাহাবুব আলম হৃদয় এবং জান্নাতুল ফেরদৌস তোয়া।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত