যেমন আছেন চিত্রনায়িকা কাবেরী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২০: ৫৮

চিত্রনায়িকা কাবেরীর কথা কী মনে পাড়ে কারো? মনে না থাকারই কথা। কারণ ১৯৮৯ সালের পর তিনি আর কখনো সিনেমাতে অভিনয় করেননি। কাবেরী যখন ক্লাশ ফাইভ কিংবা সিক্সে পড়েন তখন পরিচালক দীলিপ সোমের চোখে পড়েন তিনি। দীলিপ সোম সরাসরি কাবেরীদের বাসায় চলে যান। পরিবারের কাছে প্রস্তাব রাখেন কাবেরীকে নিয়ে ফোক সিনেমা নির্মাণের। দীলিপ সোম কাবেরী ও শাম্মীকে নিয়ে নির্মাণ করেন ফোক সিনেমা ‘মনি মালা’।

এই সিনেমা মুক্তির পর কাবেরী পরবর্তীতে মঞ্চে, টিভিতে এবং চলচ্চিত্রে অভিনয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠেন। তবে সিনেমাতেই তিনি বেশি কাজ করেছেন। সব মিলিয়ে একশত সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘বলাকা মন’, ‘সুখ দুঃখ’, ‘অবাক পৃথিবী’, ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’ ইত্যাদি।

বিজ্ঞাপন

স্বামী, সন্তান নিয়ে বর্তমানে বেশ ভালোই আছেন তিনি। কাবেরী’র স্বামী প্রদীপ দের হাত ধরেই ‘নিবেদিতা ফিল্মস’র যাত্রা শুরু হয়। এই প্রযোজনা সংস্থা থেকে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। পরবর্তীতে তাদের ছেলে সুদীপ দে সুমন ‘ঋদ্ধি টকিজ’ নামে প্রযোজনা সংস্থা থেকে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

কাবেরী বলেন, ‘এখনো খুব ইচ্ছে করে সিনেমাতে অভিনয় করার। কিন্তু শুধু একটা ভয় কাজ করে। আগের মতো সেই শ্রদ্ধা সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা ভালোবাসা ছিল তা ভাষায় প্রকাশের নয়। ইউনিটের সবার শতভাগ খেয়াল থাকতো শিল্পীদের প্রতি। কিন্তু এখন যা শুনি তাতে আর ইচ্ছে করেনা। কিন্তু তারপরও মাঝে মাঝে মন মানে না, মনে হয় যে আরেকবার না হয় ফিল্মে কাজ করি। কারণ ফিল্ম থেকেইতো আমার আজকের কাবেরী হয়ে উঠা। তাই যেভাবেই থাকুক আমার চলচ্চিত্র আমার চলচ্চিত্র পরিবার ভালো থাকুক।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত