বিনোদন রিপোর্টার
অভিনেতা আরশ খান ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী আবারো একসঙ্গে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। দর্শকপ্রিয় জুটি হিসেবে পরিচিত এ দুই শিল্পী প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছিলেন তরুণ নির্মাতা মেহেদী হাসান জনির নির্দেশনায় নির্মিত ‘কিছু বলবে কী’ নাটকে।
নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকে দর্শককে মুগ্ধ করেছে এবং এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রথম সাফল্যের পর এবার একই পরিচালকের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমাদের গল্পটা এখানে শেষ’। নাটকের শুটিং সম্পন্ন হয়েছে ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে।
নির্মাতা জানিয়েছেন, নতুন নাটকটি আগের নাটকের মতোই স্যাড-রোমান্টিক, তবে এতে রয়েছে একটি চমকপ্রদ টুইস্ট, যা দর্শকের আগ্রহকে আরো বাড়াবে। নাটকের রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক মেহেদী হাসান জনি বলেন, ‘মূলত কিছু বলবে কী আরশ-উর্বী জুটির প্রথম নাটক। দুজনেই আমাকে সেই সময় ভীষণ সহযোগিতা করেছিলেন গল্প ফুটিয়ে তুলতে। দর্শক চাহিদা অনুযায়ী আবারো এ জুটিকে নিয়ে নতুন নাটক নির্মাণ করেছি। নতুন নাটকটি স্যাড-রোমান্টিক। গল্প প্রকাশ করতে চাই না, কারণ একটি টুইস্টের ওপর নাটকের মূল রহস্য নির্ভর করছে। তবে বলতে পারি, নতুন নাটকে আরশ যেমন দারুণ অভিনয় করেছেন, তদ্রূপ উর্বীও তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আগের নাটকের তুলনায় এ নাটকে দুজনের অভিনয় আরো প্রাণবন্ত হয়েছে। নির্মাতা হিসেবে আমি ভীষণ খুশি এবং নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’
উল্লেখ্য, কিছুদিন আগে আরশ-উর্বী রাইসুল তমালের নির্দেশনায় আরো একটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া আরশ-উর্বী অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘সময় হলে বলব’, ‘তুমি পাশে থাকলে’, ‘পাখিগো নাম ধরে ডাকো’, ‘হৃদয়ের টানে’, ‘তুই আমার হয়ে যা’, ‘প্রেমে ডুবি’, ‘প্রিয় কুন্তল’ ইত্যাদি। নতুন নাটকটি দর্শকদের আবারো সেই জনপ্রিয় জুটি আরশ ও উর্বীর অভিনয় জাদু দেখার সুযোগ দেবে। নির্মাতা আশাবাদী, নাটকটি আগের নাটকের চেয়ে দর্শকের কাছে আরো হৃদয়গ্রাহী হবে এবং তাদের অভিনয় দর্শকদের মনে দীর্ঘ সময় আলোচনার বিষয় হয়ে থাকবে।
অভিনেতা আরশ খান ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী আবারো একসঙ্গে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। দর্শকপ্রিয় জুটি হিসেবে পরিচিত এ দুই শিল্পী প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছিলেন তরুণ নির্মাতা মেহেদী হাসান জনির নির্দেশনায় নির্মিত ‘কিছু বলবে কী’ নাটকে।
নাটকটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকে দর্শককে মুগ্ধ করেছে এবং এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রথম সাফল্যের পর এবার একই পরিচালকের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আমাদের গল্পটা এখানে শেষ’। নাটকের শুটিং সম্পন্ন হয়েছে ১৭ ও ১৮ সেপ্টেম্বর রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে।
নির্মাতা জানিয়েছেন, নতুন নাটকটি আগের নাটকের মতোই স্যাড-রোমান্টিক, তবে এতে রয়েছে একটি চমকপ্রদ টুইস্ট, যা দর্শকের আগ্রহকে আরো বাড়াবে। নাটকের রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক মেহেদী হাসান জনি বলেন, ‘মূলত কিছু বলবে কী আরশ-উর্বী জুটির প্রথম নাটক। দুজনেই আমাকে সেই সময় ভীষণ সহযোগিতা করেছিলেন গল্প ফুটিয়ে তুলতে। দর্শক চাহিদা অনুযায়ী আবারো এ জুটিকে নিয়ে নতুন নাটক নির্মাণ করেছি। নতুন নাটকটি স্যাড-রোমান্টিক। গল্প প্রকাশ করতে চাই না, কারণ একটি টুইস্টের ওপর নাটকের মূল রহস্য নির্ভর করছে। তবে বলতে পারি, নতুন নাটকে আরশ যেমন দারুণ অভিনয় করেছেন, তদ্রূপ উর্বীও তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আগের নাটকের তুলনায় এ নাটকে দুজনের অভিনয় আরো প্রাণবন্ত হয়েছে। নির্মাতা হিসেবে আমি ভীষণ খুশি এবং নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’
উল্লেখ্য, কিছুদিন আগে আরশ-উর্বী রাইসুল তমালের নির্দেশনায় আরো একটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া আরশ-উর্বী অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘সময় হলে বলব’, ‘তুমি পাশে থাকলে’, ‘পাখিগো নাম ধরে ডাকো’, ‘হৃদয়ের টানে’, ‘তুই আমার হয়ে যা’, ‘প্রেমে ডুবি’, ‘প্রিয় কুন্তল’ ইত্যাদি। নতুন নাটকটি দর্শকদের আবারো সেই জনপ্রিয় জুটি আরশ ও উর্বীর অভিনয় জাদু দেখার সুযোগ দেবে। নির্মাতা আশাবাদী, নাটকটি আগের নাটকের চেয়ে দর্শকের কাছে আরো হৃদয়গ্রাহী হবে এবং তাদের অভিনয় দর্শকদের মনে দীর্ঘ সময় আলোচনার বিষয় হয়ে থাকবে।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে