অস্ট্রেলিয়ায় ‘সূর্য দীঘল বাড়ি’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৮: ৩২

পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস এর উদ্যোগে এবার অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হবে কালজয়ী চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’। আগামী ৩ আগস্ট নিউ সাউথ ওয়েলসে অবস্থিত ‘জমিদার বাড়ি’ নামের একটি ভেন্যুতে সিনেমাটি দেখতে পাবেন দর্শকরা।

১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সূর্য দীঘল বাড়ি’ নির্মিত হয় কথাসাহিত্যিক আবু ইসহাকের একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে। যৌথভাবে তা পরিচালনা করেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। সিনেমাটি মূলত গ্রামীণ সমাজে বসবাসরত এক স্বামী পরিত্যক্ত নারীর টিকে থাকার সংগ্রামের গল্প।

বিজ্ঞাপন

জানা যায়, জমিদার বাড়িতে একসঙ্গে ২০০ দর্শক বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন। লাগবে না কোনো প্রবেশ ফি। তবে এই আয়োজনে অংশগ্রহণকারীদের অনুদান যাবে ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার ক্যানসার গবেষণা, প্রতিরোধ ও সহায়তা সেবার তহবিলে।

সিনেমাটিতে জয়গুণ চরিত্রে অভিনয় করেছেন ডলি আনোয়ার। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান, ইলোরা গহর, হাসান ইমাম, আরিফুল হক, নাজমুল হুদা বাচ্চু, লেনিনসহ অনেকে। সংলাপ লিখেছেন এবং প্রযোজনা করেছেন মসিহউদ্দিন শাকের নিজেই। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত