সিজেএফবি অ্যাওয়ার্ড

বিশেষ সম্মাননায় ভূষিত বেবি নাজনিন, পূর্ণিমা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ৫২

শুক্রবার রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড। আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় জুরিবোর্ডের রায়ে সেরাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করে সংগঠনটি।

মনোজ্ঞ এই আয়োজনের শুরুতেই স্পেশাল অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও অভিনেত্রী পূর্ণিমাকে। আয়োজনের ধারাবাহিকতায় রাতের এই আলো ঝলমলে আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের শিল্পীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিব খান, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড ক্রিটিকস ফিমেইল অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা, সেরা নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন জিয়াউল হক পলাশ, ওয়েব ফিল্ম বিভাগে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ।

এছাড়াও বর্ণাঢ্য এই আয়োজনে সংস্কৃতি ও কর্পোরেট অঙ্গনের ১৩জনকে প্রদান করা হয় সিজেএফবি জুরি অ্যাওয়ার্ড। তারকাখচিত এই আসরে সংগীত পরিবেশন করেন বেবী নাজনীন, কোনাল, ইমরান, ঐশী। নৃত্য পরিবেশ করেন চিত্রনায়িকা পূর্ণিমা, চাঁদনী, তানজিন তিশা, সাবিলা নুর, মন্দিরা চক্রবর্তী, সজল ও তাসনুভা তিশা।

সংগঠনের সভাপতি এনাম সরকারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালাম। শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা তামিম হাসান।

সিজেএফবি’র যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান বলেন, ‘জমকালো আয়োজনে ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রতিবছরই দেশের শোবিজ অঙ্গনের গুণী ও মেধাবী শিল্পীদের স্বীকৃতি দিতে পারব। এই পুরস্কার শুধু সম্মাননা নয়, বরং এটি ভালো কাজের অনুপ্রেরণাও। সিজেএফবি বরাবরই দেশের সাংস্কৃতিক অগ্রগতির পথে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত