বিনোদন রিপোর্টার
রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজ সুবর্ণার ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা হয় এই গায়িকার। পপ গানে একসময়ের জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন তিনি। এক দশক আগেও নতুন গান আর স্টেজ শোতে ব্যস্ত সময় কাটতো কানিজের। তবে বর্তমানে সংগীতসংশ্লিষ্ট কোনো আড্ডায় আগের মতো দেখা মেলে না তার। কাজের ব্যস্ততাও চোখে পড়ে না। মাঝেমধ্যে নতুন গানের খবরে এলেও তা একেবারেই উল্লেখ করার মতো নয়। ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করেন তিনি। এরপর সংসারেই থিতু হন। এই তারকা দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। সংসার আর সন্তানদের নিয়েই সময় কাটে কানিজের। বিরতি ভেঙে নতুন গানে ফিরছেন এই গায়িকা। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল।
এ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মডার্ন বিটের গানটি ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন। আশিক বন্ধু বলেন, কানিজ সুবর্ণার সঙ্গে পরিচয় বিশ বছরের। অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘ পরিচয়ে প্রথম গান হলেও চ্যালেঞ্জ ছিল। তাই অত্যন্ত যত্ন নিয়ে তার কণ্ঠে ভালো যাবে এমন গানই বানিয়েছি। গানটির অডিও ভিডিও প্রকাশ হবে সুহৃদ জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে নতুন একটি নাটকে ও ইউটিউব চ্যানেলে। এর আগে ২০২২ সালে কানিজ সুবর্ণার গায়কিতে ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। তানভীর তারেকের কথা, সুর ও সংগীতে প্রকাশ পায় গানটি।
রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজ সুবর্ণার ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা হয় এই গায়িকার। পপ গানে একসময়ের জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন তিনি। এক দশক আগেও নতুন গান আর স্টেজ শোতে ব্যস্ত সময় কাটতো কানিজের। তবে বর্তমানে সংগীতসংশ্লিষ্ট কোনো আড্ডায় আগের মতো দেখা মেলে না তার। কাজের ব্যস্ততাও চোখে পড়ে না। মাঝেমধ্যে নতুন গানের খবরে এলেও তা একেবারেই উল্লেখ করার মতো নয়। ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করেন তিনি। এরপর সংসারেই থিতু হন। এই তারকা দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। সংসার আর সন্তানদের নিয়েই সময় কাটে কানিজের। বিরতি ভেঙে নতুন গানে ফিরছেন এই গায়িকা। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল।
এ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মডার্ন বিটের গানটি ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন। আশিক বন্ধু বলেন, কানিজ সুবর্ণার সঙ্গে পরিচয় বিশ বছরের। অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘ পরিচয়ে প্রথম গান হলেও চ্যালেঞ্জ ছিল। তাই অত্যন্ত যত্ন নিয়ে তার কণ্ঠে ভালো যাবে এমন গানই বানিয়েছি। গানটির অডিও ভিডিও প্রকাশ হবে সুহৃদ জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে নতুন একটি নাটকে ও ইউটিউব চ্যানেলে। এর আগে ২০২২ সালে কানিজ সুবর্ণার গায়কিতে ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। তানভীর তারেকের কথা, সুর ও সংগীতে প্রকাশ পায় গানটি।
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২১ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে