বিনোদন রিপোর্টার
৬৭৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ এর পর সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’-এর প্রচার শুরু হতে যাচ্ছে।
আগামীকাল থেকে প্রতি শুক্রবার থেকে সোমবার রাত দশটায় আরটিভিতে প্রচার হবে সঞ্জিত সরকারের নতুন এই ধারাবাহিক নাটক।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়. আরফান আহমেদ, রেশমা আহমেদ, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, নাবিলা বিনতে ইসলাম, মুসাফির সৈয়দ বাচ্চু, তন্ময় সোহেল, মায়মুনা মম, ইফফাত আরা তিথি’সহ আরো অনেকে।
সঞ্জিত সরকার জানান, ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে। একটি গল্পে দেখা যাবে অভিনেতা যাহের আলভী বড় লোক বাবার সন্তান। কোন এক কারণে বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কিন্তু তারা নানা রকম মিথ্যে বলে ম্যানেজ করেই সেই বাড়িতে তিনজন থাকতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় গল্প।
‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, যে কারণে এখনো নিজেই নাটক রচনা করতে পারছি, নির্মাণও করতে পারছি। আরটিভির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই চ্যানেলটি আমার প্রতি ভীষণ আস্থা রাখে। যে কারণে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ শেষ হওয়ার সাথে সাথেই ‘ম্যানেজ মাস্টার’ এর প্রচার শুরু হচ্ছে। নতুন ধারাবাহিকে যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবাই যার যার চরিত্রে ভীষণ মন দিয়ে অভিনয় করেছেন। আমি ম্যানেজ মাস্টার- নিয়ে ভীষণ আশাবাদী। শিল্পীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো।’
নাটকটিতে অভিনয় করা অন্যতম প্রধান একজন শিল্পী যাহের আলভী বলেন, ‘নাটকটির গল্প খুব মজার। এতোটুকু বলতে পারি নাটকটি প্রচারে এলেই দর্শকের ভালোলাগা শুরু হবে। এর আগেও আমি সঞ্জিত দাদার নির্দেশনায় অভিনয় করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আশা করছি ম্যানেজ মাস্টারও দর্শকপ্রিয় হয়ে উঠবে।’
৬৭৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ এর পর সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’-এর প্রচার শুরু হতে যাচ্ছে।
আগামীকাল থেকে প্রতি শুক্রবার থেকে সোমবার রাত দশটায় আরটিভিতে প্রচার হবে সঞ্জিত সরকারের নতুন এই ধারাবাহিক নাটক।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়. আরফান আহমেদ, রেশমা আহমেদ, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, নাবিলা বিনতে ইসলাম, মুসাফির সৈয়দ বাচ্চু, তন্ময় সোহেল, মায়মুনা মম, ইফফাত আরা তিথি’সহ আরো অনেকে।
সঞ্জিত সরকার জানান, ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে। একটি গল্পে দেখা যাবে অভিনেতা যাহের আলভী বড় লোক বাবার সন্তান। কোন এক কারণে বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কিন্তু তারা নানা রকম মিথ্যে বলে ম্যানেজ করেই সেই বাড়িতে তিনজন থাকতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় গল্প।
‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, যে কারণে এখনো নিজেই নাটক রচনা করতে পারছি, নির্মাণও করতে পারছি। আরটিভির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই চ্যানেলটি আমার প্রতি ভীষণ আস্থা রাখে। যে কারণে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ শেষ হওয়ার সাথে সাথেই ‘ম্যানেজ মাস্টার’ এর প্রচার শুরু হচ্ছে। নতুন ধারাবাহিকে যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সবাই যার যার চরিত্রে ভীষণ মন দিয়ে অভিনয় করেছেন। আমি ম্যানেজ মাস্টার- নিয়ে ভীষণ আশাবাদী। শিল্পীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো।’
নাটকটিতে অভিনয় করা অন্যতম প্রধান একজন শিল্পী যাহের আলভী বলেন, ‘নাটকটির গল্প খুব মজার। এতোটুকু বলতে পারি নাটকটি প্রচারে এলেই দর্শকের ভালোলাগা শুরু হবে। এর আগেও আমি সঞ্জিত দাদার নির্দেশনায় অভিনয় করেছি। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আশা করছি ম্যানেজ মাস্টারও দর্শকপ্রিয় হয়ে উঠবে।’
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
১৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩০ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে