একটি স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত টিভি শো উপস্থাপনা করছেন শাহরিন মাহফুজা জেবিন। এর বাইরেও যদি উপস্থাপনার কাজ আসে তাহলে একটু ভেবে চিন্তেই কাজ করছেন তিনি। জাবিনের ভাষ্যমতে, চ্যানেলের বাইরে স্টেজ শোতে বেশ ব্যস্ত থাকতে হয় তাকে। এরই মধ্যে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের একটি বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। যে আয়োজনে তারই উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেছেন সঙ্গীতশিল্পী এসডি রুবেল ও আঁখি আলমগীর।
টিভি শো’তে নিয়মিত উপস্থাপনা করলেও স্টেজ শো’তে সাধারণত ছুটির দিনগুলোতেই তাকে উপস্থাপনার কাজ করতে হয়।
জাবিন বলেন, ‘স্টেজ শোতে উপস্থাপনার মজাটা অন্যরকম, কারণ দর্শকদের রেসপন্স সরাসরি পাওয়া যায়। আর ভালো লাগে সবাই যখন বলে আমাকে একটি চ্যানেলেই কেনো বেশি দেখা যায়, কেন অন্য টেলিভিশনে দেখা যায় না? তখন বুঝি আমি যে কাজ করছি তা দর্শক দেখছে। এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালোলাগার। মাসখানেক আগে কুমিল্লাতে একটা ইভেন্টের কাজে গিয়েছিলাম। দুবাইতেও একটা বড় প্রতিষ্ঠানের বাৎসরিক আয়োজনে উপস্থাপনার কাজ করেছি। তাছাড়াও ফ্রান্সের কানের এক্সপেরিয়েন্সটা এ বছর নিলাম। ২০২৫ সালটা আমার জন্য বলা যায় বিগত বছরগুলোর চেয়ে অনেক প্রাপ্তির, অনেক উদ্দীপনারও বটে। সত্যি বলতে কী টিভিতে এবং টিভির বাইরে স্টেজ শোতেও উপস্থাপনাটা দারুণ ভালো লাগছে আমার।’
বিজ্ঞাপনেরও মডেল হিসেবে । প্রাণ ও ডানোর বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন জাবিন । সাইবার ক্রাইমের একটা সরকারি প্রজেক্ট এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন তিনি। যা বেশ ভাইরাল হয়েছিলো। এর কারণ এই বিজ্ঞাপনটি সব টিভিতে বাধ্যতামূলকভাবে প্রচার করা হতো জনসচেতনতার জন্য। জাবিনের আগ্রহ আছে অভিনয়ে। আগ্রহ আছে ভালো গল্প পেলে নাটকে অভিনয় করার। ইচ্ছে আছে সিনেমাতেও অভিনয় করার। তবে হুটহাট কাজ করার পক্ষপাতী নন তিনি। প্রয়োজনে সময় নিয়েই তিনি অভিনয়টা ঠিকঠাকমতো করতে চান।

