বিনোদন রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি-০২-এ অনুষ্ঠিত হলো মিনিয়েচার চিত্রশিল্পী খলিফা পলাশের দশম একক চিত্র প্রদর্শনী। ‘বাংলা মিনিয়েচার ও ন্যানো পেইন্টিংস’ শিরোনামের এই প্রদর্শনী সম্প্রতি শেষ হয়েছে।
বাংলার প্রকৃতি, পল্লীজীবন, নদী, কৃষক ও জেলের মুখচ্ছবিতে গড়ে উঠেছে এই প্রদর্শনীর মূল সুর—এক গভীর নান্দনিক বাংলার প্রতিচ্ছবি। এতে সত্তরটি চিত্রকর্মের সমাহার ছিল। সতেরোটি মিনেয়াচার চিত্রকর্ম, ৩৪টি বিভিন্ন মাধ্যমে আঁকা।
উল্লেখযোগ্য ছবিগুলো সমুদ্রসৈকত, হাঁসের পালের ছবি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৃশ্য, গ্রামীণ নারী ইত্যাদি। অপূর্ব রহস্যময় ছবিগুলো তেলরঙ, জলরঙ এক্রিলিক-এ আঁকা। খুব সূক্ষ্মভাবে আঁকা রঙ রেখার অপূর্ব নান্দনিক সৌন্দর্য সমৃদ্ধ দর্শকদের মুগ্ধ করেছে। যেখানে বড় বড় ক্যানভাসে আঁকা ছবির চেয়ে সম্পূর্ণ অন্যরকম ভালো লাগা অনুভব দর্শকদের ক্ষুদ্র শিল্পকর্মগুলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে মুগ্ধ হয়েছেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি আঁকা মিনিয়েচার শিল্প ও ন্যানো পেইন্টিংস। আসলেই একটা সূক্ষ্ম ছোট্ট চাল অথবা শস্য একটা ডটের মতো দেখতে খালি চোখে, সেখানে ম্যাগনিফাইং গ্লাসে সেই শেকসপিয়র, রবীন্দ্রনাথ, নজরুল, আর্টিস্ট ক্ষুদ্র শিল্পকর্মগুলো ম্যাগনিফাইং গ্লাসে দেখে দেখে অন্যরকম এক কীর্তিতে যখন শিল্প বোদ্ধারা প্রশংসা করছেন শিল্পী খলিফা পলাশের।
দর্শক জানান, একটা নান্দনিক সৌন্দর্য সমৃদ্ধ অপূর্ব সুন্দর সফল চিত্র প্রদর্শনী শৈল্পিক ভাবনা আনন্দের অন্বেষণে নতুন মাত্রা যোগ হলো। উল্লেখ্য, মিনিয়েচার শিল্পে খলিফা পলাশের বিশেষ দক্ষতা বহুদিনের স্বীকৃত। ক্ষুদ্র ক্যানভাসে তিনি আঁকেন বিশাল জীবনবোধ। পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মাপের এই চিত্রগুলোতে জলরঙ, তেলরঙ ও এক্রিলিকের সূক্ষ্ম টানে ফুটে উঠেছে পল্লী বাংলার শান্ত, পরাবাস্তব রূপ। তার ন্যানো পেইন্টিংস যেন এক অলৌকিক চমক—চালের দানার উপর ডট ও রেখার সূক্ষ্ম বিন্যাসে ফুটে উঠেছে জীবন্ত দৃশ্য, যা দেখতে দর্শকদের প্রয়োজন ম্যাগনিফাইং গ্লাস। প্রতিটি ছবিই শিল্পীর ধৈর্য, একাগ্রতা ও কারিগরি পারদর্শিতার নিখুঁত নিদর্শন। প্রদর্শনীর উদ্বোধনী দিনেই গ্যালারিতে ভিড় করেন নানা প্রজন্মের শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পানুরাগী দর্শক।
অনেকেই বিস্মিত হয়ে মন্তব্য করেন, ‘ক্ষুদ্রতার মধ্যে এতো বিশাল অনুভব—খলিফা পলাশ যেন বাংলার মাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।’ বাংলা মিনিয়েচার ও ন্যানো চিত্রকলার এই অনন্য প্রদর্শনী চলবে ১৫ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি-০২-এ অনুষ্ঠিত হলো মিনিয়েচার চিত্রশিল্পী খলিফা পলাশের দশম একক চিত্র প্রদর্শনী। ‘বাংলা মিনিয়েচার ও ন্যানো পেইন্টিংস’ শিরোনামের এই প্রদর্শনী সম্প্রতি শেষ হয়েছে।
বাংলার প্রকৃতি, পল্লীজীবন, নদী, কৃষক ও জেলের মুখচ্ছবিতে গড়ে উঠেছে এই প্রদর্শনীর মূল সুর—এক গভীর নান্দনিক বাংলার প্রতিচ্ছবি। এতে সত্তরটি চিত্রকর্মের সমাহার ছিল। সতেরোটি মিনেয়াচার চিত্রকর্ম, ৩৪টি বিভিন্ন মাধ্যমে আঁকা।
উল্লেখযোগ্য ছবিগুলো সমুদ্রসৈকত, হাঁসের পালের ছবি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৃশ্য, গ্রামীণ নারী ইত্যাদি। অপূর্ব রহস্যময় ছবিগুলো তেলরঙ, জলরঙ এক্রিলিক-এ আঁকা। খুব সূক্ষ্মভাবে আঁকা রঙ রেখার অপূর্ব নান্দনিক সৌন্দর্য সমৃদ্ধ দর্শকদের মুগ্ধ করেছে। যেখানে বড় বড় ক্যানভাসে আঁকা ছবির চেয়ে সম্পূর্ণ অন্যরকম ভালো লাগা অনুভব দর্শকদের ক্ষুদ্র শিল্পকর্মগুলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে মুগ্ধ হয়েছেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি আঁকা মিনিয়েচার শিল্প ও ন্যানো পেইন্টিংস। আসলেই একটা সূক্ষ্ম ছোট্ট চাল অথবা শস্য একটা ডটের মতো দেখতে খালি চোখে, সেখানে ম্যাগনিফাইং গ্লাসে সেই শেকসপিয়র, রবীন্দ্রনাথ, নজরুল, আর্টিস্ট ক্ষুদ্র শিল্পকর্মগুলো ম্যাগনিফাইং গ্লাসে দেখে দেখে অন্যরকম এক কীর্তিতে যখন শিল্প বোদ্ধারা প্রশংসা করছেন শিল্পী খলিফা পলাশের।
দর্শক জানান, একটা নান্দনিক সৌন্দর্য সমৃদ্ধ অপূর্ব সুন্দর সফল চিত্র প্রদর্শনী শৈল্পিক ভাবনা আনন্দের অন্বেষণে নতুন মাত্রা যোগ হলো। উল্লেখ্য, মিনিয়েচার শিল্পে খলিফা পলাশের বিশেষ দক্ষতা বহুদিনের স্বীকৃত। ক্ষুদ্র ক্যানভাসে তিনি আঁকেন বিশাল জীবনবোধ। পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মাপের এই চিত্রগুলোতে জলরঙ, তেলরঙ ও এক্রিলিকের সূক্ষ্ম টানে ফুটে উঠেছে পল্লী বাংলার শান্ত, পরাবাস্তব রূপ। তার ন্যানো পেইন্টিংস যেন এক অলৌকিক চমক—চালের দানার উপর ডট ও রেখার সূক্ষ্ম বিন্যাসে ফুটে উঠেছে জীবন্ত দৃশ্য, যা দেখতে দর্শকদের প্রয়োজন ম্যাগনিফাইং গ্লাস। প্রতিটি ছবিই শিল্পীর ধৈর্য, একাগ্রতা ও কারিগরি পারদর্শিতার নিখুঁত নিদর্শন। প্রদর্শনীর উদ্বোধনী দিনেই গ্যালারিতে ভিড় করেন নানা প্রজন্মের শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পানুরাগী দর্শক।
অনেকেই বিস্মিত হয়ে মন্তব্য করেন, ‘ক্ষুদ্রতার মধ্যে এতো বিশাল অনুভব—খলিফা পলাশ যেন বাংলার মাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।’ বাংলা মিনিয়েচার ও ন্যানো চিত্রকলার এই অনন্য প্রদর্শনী চলবে ১৫ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
১৬ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে