হিজাব পরায় দীপিকাকে নিয়ে ট্রোল, পাশে দাঁড়ালেন ভক্তরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪: ৪৮

বলিউড তারকা দীপিকা পাডুকোন সম্প্রতি আবুধাবি ট্যুরিজমের একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হয়েছেন স্বামী রণবীর সিংয়ের সঙ্গে। বিজ্ঞাপনে দীপিকাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের কেউ কেউ তাকে ট্রোল করতে শুরু করেন হিজাব পরার জন্য। তবে দীপিকার ভক্তরা তার পাশে দাঁড়ান। জানান নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে জোরালোভাবে প্রতিক্রিয়া।

দীপিকার সমর্থনে বহু ভক্ত সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, তার এই পোশাক আসলে অন্য সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনেরই নিদর্শন। একজন লিখেছেন, আমরা ভারতীয়রা সবকিছু নিয়েই অনিরাপত্তা দেখাতে হবে না। তিনি মাথা ঢেকেছেন ঠিক যেমন আমরা বিদেশিদের আমাদের মন্দিরে শালীন পোশাক পরতে বলি। আর এর বাইরে, ইউএই আমাদের দেশের কৌশলগত অংশীদার। দীপিকা ও রণবীরকে রাজকীয় লাগছে সেটাই আসল ভারতীয় সৌন্দর্য।

বিজ্ঞাপন

অন্য এক ভক্ত মন্তব্য করেন, প্রত্যেক পর্যটক যারা শেখ জায়েদ মসজিদে যান, তাদের পোশাকবিধি মেনে চলতে হয়। নারী পর্যটকদের মাথা ঢেকে প্রবেশ করতে হয় এটা নিয়ম। বহু খ্রিস্টান সেলিব্রিটিও এটি করেন। তাই এটিকে ইস্যু বানানোর কিছু নেই।

আরেকজন লিখেছেন, দীপিকা ও রণবীর যখন সিদ্ধিবিনায়ক মন্দিরে যান, সেখানেও তারা শ্রদ্ধার সঙ্গে পোশাক পরেন। মসজিদও এক উপাসনালয়, তাই উপযুক্ত পোশাক পরা স্বাভাবিক বিষয়। কিছু মানুষ শুধু মনোযোগ পাওয়ার জন্য এসব ট্রোল করে।

কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, দীপিকাকে নিয়ে এ ধরনের সমালোচনা আসলে ভিত্তিহীন। তাদের মতে, কিছু মানুষ কেবল নেতিবাচকতা ছড়াতেই এমন আচরণ

সূত্র: হিন্দুস্তান টাইমস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত